দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ার কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার রাতেই এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নুরুজ্জামান মুকুল ভানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন।
মুকুলের ভাই কামরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজি জালাল উদ্দিন (মোটরবাইক) ও তাঁর লোকজন একত্রিত হয়। এ সময় হাজি জালালের ভাগনে চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে তাঁকে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানান। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মারধরের অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্রপ্রার্থী হাজি জালাল উদ্দিন বলেন, ‘দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
জালাল উদ্দিন বলেন, পুলিশ তাঁর ভাগনে কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান মুকুলের মৃত্যুর কারণে ভানী ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ার কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার রাতেই এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নুরুজ্জামান মুকুল ভানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন।
মুকুলের ভাই কামরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজি জালাল উদ্দিন (মোটরবাইক) ও তাঁর লোকজন একত্রিত হয়। এ সময় হাজি জালালের ভাগনে চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে তাঁকে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানান। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মারধরের অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্রপ্রার্থী হাজি জালাল উদ্দিন বলেন, ‘দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
জালাল উদ্দিন বলেন, পুলিশ তাঁর ভাগনে কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান মুকুলের মৃত্যুর কারণে ভানী ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
১২ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে জায়ামাতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
১৬ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
২০ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
২৪ মিনিট আগে