নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দীর্ঘদিন নানা রোগে ভোগার পর অবশেষে মারা গেল চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী ‘নোভা’। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় প্রাণীটি মারা যায়। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ।
তিনি বলেন, ‘গত এক বছর ধরে নোভা অসুস্থ ছিল। আর ৬ মাস ধরে তাঁর পেছনের পা প্যারালাইস্ড ছিল। গত ২৬ সেপ্টেম্বর থেকে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। ওষুধ ও স্যালাইন দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছিল। আজ (শনিবার) সকালে সে মারা যায়।’
তিনি আরও বলেন, ‘নোভা মারা যাওয়ার পর তাঁর পোস্টমর্টেম করা হয়েছে। আমরা তাঁর শরীরের কিছু টিস্যু সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি সিংহী নোভা মাল্টিপল অর্গান ফেইলার রোগে ভুগছিল।’
চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৬ জুন সিংহ দম্পতি রাজ-লক্ষ্মীর ঘরে বর্ষা ও নোভার জন্ম হয়। তাঁদের জন্মের কিছুদিন পর তাদের মা ‘লক্ষ্মী’ এবং ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি বাবা ‘রাজ’ মারা যায়। প্রায় ১১ বছর নিঃসঙ্গ থাকার পর নোভার জন্য সঙ্গী আনার উদ্যোগ নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
২০১৬ সালে অদল-বদল প্রক্রিয়ায় ‘বর্ষাকে’ রংপুরে পাঠিয়ে, সেখান থেকে আনা হয় ‘বাদশাহ’ নামের এক সিংহকে। ওই বছরের ৫ সেপ্টেম্বর বাদশাহকে চট্টগ্রামে এনে কিছুদিন আলাদা খাঁচায় রাখা হয়। চট্টগ্রামে আসার পর বাদশাহের নাম নোভার নামের সঙ্গে মিলিয়ে রাখা হয় ‘নভো’। এর কিছুদিন পর ২২ সেপ্টেম্বর আনুষ্ঠিক ধুমধাম করে নভো ও নোভাকে এক খাঁচায় দেওয়া হয়। ছয় বছর পর ২০২২ সালের ১১ নভেম্বর বার্ধক্যজনিত কারণে নভো মারা গেলে নোভা তখন থেকে নিঃসঙ্গ হয়ে পড়ে।
দীর্ঘদিন নানা রোগে ভোগার পর অবশেষে মারা গেল চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী ‘নোভা’। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় প্রাণীটি মারা যায়। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ।
তিনি বলেন, ‘গত এক বছর ধরে নোভা অসুস্থ ছিল। আর ৬ মাস ধরে তাঁর পেছনের পা প্যারালাইস্ড ছিল। গত ২৬ সেপ্টেম্বর থেকে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। ওষুধ ও স্যালাইন দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছিল। আজ (শনিবার) সকালে সে মারা যায়।’
তিনি আরও বলেন, ‘নোভা মারা যাওয়ার পর তাঁর পোস্টমর্টেম করা হয়েছে। আমরা তাঁর শরীরের কিছু টিস্যু সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি সিংহী নোভা মাল্টিপল অর্গান ফেইলার রোগে ভুগছিল।’
চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৬ জুন সিংহ দম্পতি রাজ-লক্ষ্মীর ঘরে বর্ষা ও নোভার জন্ম হয়। তাঁদের জন্মের কিছুদিন পর তাদের মা ‘লক্ষ্মী’ এবং ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি বাবা ‘রাজ’ মারা যায়। প্রায় ১১ বছর নিঃসঙ্গ থাকার পর নোভার জন্য সঙ্গী আনার উদ্যোগ নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
২০১৬ সালে অদল-বদল প্রক্রিয়ায় ‘বর্ষাকে’ রংপুরে পাঠিয়ে, সেখান থেকে আনা হয় ‘বাদশাহ’ নামের এক সিংহকে। ওই বছরের ৫ সেপ্টেম্বর বাদশাহকে চট্টগ্রামে এনে কিছুদিন আলাদা খাঁচায় রাখা হয়। চট্টগ্রামে আসার পর বাদশাহের নাম নোভার নামের সঙ্গে মিলিয়ে রাখা হয় ‘নভো’। এর কিছুদিন পর ২২ সেপ্টেম্বর আনুষ্ঠিক ধুমধাম করে নভো ও নোভাকে এক খাঁচায় দেওয়া হয়। ছয় বছর পর ২০২২ সালের ১১ নভেম্বর বার্ধক্যজনিত কারণে নভো মারা গেলে নোভা তখন থেকে নিঃসঙ্গ হয়ে পড়ে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে