লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি থানায় স্থানীয় জামাল উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এর আগে গতকাল ভোরে ঘটনাটি ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ওই নারী গতকাল ভোরে ঘরের পাশে বাথরুমে যান। এ সময় দুই ব্যক্তি তাঁকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে যান। পরে হাত-পা ও মুখ বেঁধে পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে পালিয়ে যান ধর্ষকেরা। অভিযোগ উঠেছে, ওই নারীর নিকটাত্মীয় জামাল উদ্দিনসহ চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেছেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, দুই বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর জামাল উদ্দিন তাঁকে নোংরা প্রস্তাব দেন। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলছিল। কয়েক মাস পর জামাল উদ্দিন তাঁকে ধর্ষণ করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় বিচার দাবি করলে ভয়ভীতি দেখিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান জামাল। ওই নারী অভিযোগ করেন, আগের ক্ষোভ থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ফের তাঁকে ধর্ষণ করেছেন জামাল উদ্দিন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, আশরাফ ও নুর ইসলাম নামের দুজন জামাল উদ্দিনকে সহযোগিতা করেছেন বলে জানা গেছে। বাকি দুই অজ্ঞাতনামা আসামিকে এখনো শনাক্ত করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি থানায় স্থানীয় জামাল উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এর আগে গতকাল ভোরে ঘটনাটি ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ওই নারী গতকাল ভোরে ঘরের পাশে বাথরুমে যান। এ সময় দুই ব্যক্তি তাঁকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে যান। পরে হাত-পা ও মুখ বেঁধে পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে পালিয়ে যান ধর্ষকেরা। অভিযোগ উঠেছে, ওই নারীর নিকটাত্মীয় জামাল উদ্দিনসহ চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেছেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, দুই বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর জামাল উদ্দিন তাঁকে নোংরা প্রস্তাব দেন। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলছিল। কয়েক মাস পর জামাল উদ্দিন তাঁকে ধর্ষণ করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় বিচার দাবি করলে ভয়ভীতি দেখিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান জামাল। ওই নারী অভিযোগ করেন, আগের ক্ষোভ থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ফের তাঁকে ধর্ষণ করেছেন জামাল উদ্দিন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, আশরাফ ও নুর ইসলাম নামের দুজন জামাল উদ্দিনকে সহযোগিতা করেছেন বলে জানা গেছে। বাকি দুই অজ্ঞাতনামা আসামিকে এখনো শনাক্ত করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৪ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৪ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৪ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৭ ঘণ্টা আগে