লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি থানায় স্থানীয় জামাল উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এর আগে গতকাল ভোরে ঘটনাটি ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ওই নারী গতকাল ভোরে ঘরের পাশে বাথরুমে যান। এ সময় দুই ব্যক্তি তাঁকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে যান। পরে হাত-পা ও মুখ বেঁধে পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে পালিয়ে যান ধর্ষকেরা। অভিযোগ উঠেছে, ওই নারীর নিকটাত্মীয় জামাল উদ্দিনসহ চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেছেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, দুই বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর জামাল উদ্দিন তাঁকে নোংরা প্রস্তাব দেন। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলছিল। কয়েক মাস পর জামাল উদ্দিন তাঁকে ধর্ষণ করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় বিচার দাবি করলে ভয়ভীতি দেখিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান জামাল। ওই নারী অভিযোগ করেন, আগের ক্ষোভ থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ফের তাঁকে ধর্ষণ করেছেন জামাল উদ্দিন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, আশরাফ ও নুর ইসলাম নামের দুজন জামাল উদ্দিনকে সহযোগিতা করেছেন বলে জানা গেছে। বাকি দুই অজ্ঞাতনামা আসামিকে এখনো শনাক্ত করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি থানায় স্থানীয় জামাল উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এর আগে গতকাল ভোরে ঘটনাটি ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ওই নারী গতকাল ভোরে ঘরের পাশে বাথরুমে যান। এ সময় দুই ব্যক্তি তাঁকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে যান। পরে হাত-পা ও মুখ বেঁধে পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে পালিয়ে যান ধর্ষকেরা। অভিযোগ উঠেছে, ওই নারীর নিকটাত্মীয় জামাল উদ্দিনসহ চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেছেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, দুই বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর জামাল উদ্দিন তাঁকে নোংরা প্রস্তাব দেন। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলছিল। কয়েক মাস পর জামাল উদ্দিন তাঁকে ধর্ষণ করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় বিচার দাবি করলে ভয়ভীতি দেখিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান জামাল। ওই নারী অভিযোগ করেন, আগের ক্ষোভ থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ফের তাঁকে ধর্ষণ করেছেন জামাল উদ্দিন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, আশরাফ ও নুর ইসলাম নামের দুজন জামাল উদ্দিনকে সহযোগিতা করেছেন বলে জানা গেছে। বাকি দুই অজ্ঞাতনামা আসামিকে এখনো শনাক্ত করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় ছোট পরিসরে বাড়ি বাড়ি কিছু মধু চাষ হলেও বাক্স বসিয়ে বড় আকারে মৌ চাষের প্রচলন ছিল না। তবে সম্প্রতি মানিকছড়ি উপজেলায় ফলবাগান থেকে মধু সংগ্রহ শুরু করেছেন মাগুরার একদল মৌয়াল। তাঁরা গত ১৫ দিনে ১৫০ বাক্স থেকে ৭০০ কেজি মধু আহরণ করতে সক্ষম হয়েছেন। পাহাড়ের লিচু, আম, ড্রাগন ও সরিষা ফু
২৪ মিনিট আগেমাদারীপুরের শিবচরকে ডিজিটাল উপজেলায় পরিণত করার লক্ষ্যে দুই বছর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছিল ৮৮০টি সিসি ক্যামেরা। যা উপজেলা, পৌরসভা ও থানা থেকে তদারকির জন্য স্থাপন করা হয় মনিটরিং কক্ষ। এখন বেশির ভাগ ক্যামেরার হদিস নেই।
২৮ মিনিট আগেএর আগে গত শনিবার কর্ণফুলী উপজেলার শাহমীরপুরে হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটলে প্রতিবাদে জনতা প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধ করেছিল। তখন প্রশাসন চার দিনের সময় বেঁধে দেয়, তবে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আজ আবার আন্দোলন শুরু হয়।
৩২ মিনিট আগেরাজধানীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, অন্তত ৩০ জন ব্যক্তি নিয়ে এই ডাকাত চক্র কাজ করে থাকে। অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও শিক্ষার্থী সেজে
৩৫ মিনিট আগে