পাহাড় ধসে থানচি-বান্দরবান সড়ক যোগাযোগবিচ্ছিন্ন

থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৩: ৪৪
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৪: ২৫

ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগবিচ্ছিন্ন হয়ে গেছে। গত সোমবার থেকেই বান্দরবানের থানচি উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে গতকাল বুধবার রাতে ভারী বৃষ্টিতে নীলগিরি এলাকার পাহাড় ধসে সড়কের ওপর মাটি পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়।

আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি দল সড়কের ওপর থেকে পাহাড়ের মাটি সরানো কাজ করছে বলে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন নিশ্চিত করেছেন।

নীলগিরির কাছে পাহাড় ধসে পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছবি: আজকের পত্রিকাইউএনও জানান, আজ বিকেলে সড়কের ওপর ধসে পড়া মাটি সরানোর কাজ সম্পন্ন হলে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক  হবে বলে তিনি ধারণা করেছেন।

থানচি বাস স্টেশনের লাইনম্যান মংসিংনু মারমা বলেন, সকালে যাত্রীবাহী দুটি বাস ছাড়ার পর নীলগিরি পর্যটনকেন্দ্রের কাছাকাছি গেলে চালকেরা সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে থাকতে দেখেন। তাঁরা খবর দিলে থানচি উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে আশা করি বিকেলে যান চলাচল স্বাভাবিক হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত