Ajker Patrika

জনবলের সংকটে বেহাল মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২: ৪০
জনবলের সংকটে বেহাল মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রয়েছে জনবলে রসংকট। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটে মুখ থুবড়ে পড়েছে হাসপাতালের কার্যক্রম। অল্পসংখ্যক কর্মচারী দিয়ে কোনো রকমে চলছে হাসপাতালের কাজ। এতে রোগীরা পড়েছেন ভোগান্তিতে। এমনকি দূর থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা নানা ধরনের জটিলতায় পড়ছেন। 

জানা গেছে, ৩১ শয্যার হাসপাতালটিতে প্রতিদিনই বহির্বিভাগের পাশাপাশি অনেক ভর্তিকৃত রোগী চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত চিকিৎসক থাকলেও সীমিত জনবল নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে বিপাকে পড়েছেন সেবিকারা। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে রোগীর সঙ্গে থাকা স্বজনদের। 

পরিচ্ছন্নতাকর্মীর সংকট থাকায় অপরিষ্কার হাসপাতালের পরিবেশউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ১৮ জন। বর্তমানে চিকিৎসক আছেন ১২ জন। সেবিকা ২২ জন থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন ৭ জন। শুধু তাই নয়, বর্তমানে ১০ জন চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছেন, যেখানে ২৮ জনের পদ রয়েছে। এ ছাড়া হাসপাতালের প্যাথলজির সরঞ্জামগুলো অকেজো এবং বিভিন্ন কারণে অচল হয়ে পড়ে আছে। কিছু সরঞ্জাম থাকলেও জনবলের সংকটে প্যাথলজির সেবা সঠিক সময়ে রোগীরা পাচ্ছেন না। পরীক্ষার জন্য যেতে হচ্ছে বিভিন্ন প্রাইভেট প্যাথলজি সেন্টারে। দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। 

বাইল্যাছড়ি থেকে সন্তান নিয়ে আসা ধনিলা ত্রিপুরা বলেন, ‘আজ মঙ্গলবার সকালে সন্তানকে ভর্তি করার পর এক নারী এসে কোনো রকমে ঝাড়ু দিয়ে চলে গেছেন। তবু নোংরা দেখে নিজেকেই আবার পরিষ্কার করতে হয়েছে। একজন নারী কি পারেন পুরো হাসপাতাল পরিষ্কার রাখতে?’ 

ভর্তি হওয়া রোগী আবু বক্কর ছিদ্দিক ও তাঁর স্বজন দেলোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালের ভেতরে দুর্গন্ধে থাকা যায় না। একজন নারী পরিচ্ছন্নতাকর্মী এসে দিনে একবার এসে পরিষ্কার করে চলে যান। পরে নিজেদেরই আবার পরিষ্কার করতে হয়। নার্সরা একবার এসে দেখে চলে যান। সকালে পরীক্ষা করে রিপোর্ট নিয়ে বসে আছি, বিকেল হয়ে গেছে, কিন্তু চিকিৎসকেরা আসছেন না।’ 

পরিচ্ছন্নতাকর্মীর সংকট থাকায় অপরিষ্কার হাসপাতালের পরিবেশএ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, সম্প্রতি কিছু তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পদোন্নতি হওয়ায় জনবলের তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। শিগগিরই জেলা পরিষদের মাধ্যমে খালি পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে। 

হাসপাতালের পরিবেশ সম্পর্কে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, হাসপাতালে বিভিন্ন উন্নয়নকাজ চলমান থাকায় পরিবেশের কিছুটা বেহাল অবস্থা। দ্রুত সব সংকট কাটিয়ে স্বাস্থ্য বিভাগের সব কার্যক্রম পরিচালনা করা হবে বলে আশা করছি। 

বারান্দা বেড দিয়ে চিকিৎসাসেবা দেওয়া হলেও চিকিৎসকেরা দেখা মিলছে নাউল্লেখ্য, দীর্ঘদিন জনবলের সংকট থাকায় গত বছরের ২৮ জুলাই দৈনিক আজকের পত্রিকায় ‘স্বজনেরাই পরিষ্কার করেন রোগীর ময়লা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে দেখা যায়, গত বছরের ১০ জুলাই করোনা প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভায় হাসপাতালে বেড, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ নির্দেশ দেন। কিন্তু এখনো তা কার্যকর হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত