Ajker Patrika

অপরিকল্পিতভাবে কাপ্তাই হ্রদের নৌপথ খননের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৩
অপরিকল্পিতভাবে কাপ্তাই হ্রদের নৌপথ খননের অভিযোগ

রাঙামাটির কাপ্তাই হ্রদের নৌপথ খনন যথাযথ না হওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা রাঙামাটি জোন। 

আজ সোমবার সকালে রাঙামাটির রিজার্ভ বাজারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলে সংস্থাটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সভাপতি মঈন উদ্দিন সেলিম। 

মঈন উদ্দিন সেলিম বলেন, দেড় শ কোটি টাকা ব্যয়ে মাইনী নদী খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু এ পথ নৌ-চলাচলে তেমন গুরুত্বপূর্ণ রুট নয়। অপরিকল্পিতভাবে এটি খননে যে পলি তোলা হচ্ছে তা উল্টো নৌপথ বন্ধ করে দিচ্ছে। এমন অবস্থায় খননকাজ চলতে থাকলে নৌপথ হুমকিতে পড়বে। 

তিনি আরও বলেন, রাঙামাটি বরকল, মারিশ্যা, বিলাইছড়ি, জুরাছড়ি নৌ-রুট খনন করা প্রয়োজন। কিন্তু এ রুটগুলো খনন না করে অপ্রয়োজনীয় রুটটি খনন করা যাচ্ছে। এ খননে সরকারের অর্থ অপচয় হচ্ছে অন্যদিকে এটি রাঙামাটিবাসীর কোনো উপকারে আসছে না। বিপরীতে হুমকির মুখে পড়েছে নৌ-পথ। 

খনন কাজ স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও নৌ-পরিবহন সংস্থাকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন সংস্থা রাঙামাটি জোনের নির্বাহী সদস্য নাজিম উদ্দিন, মো. ইউনুস, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত