কুবি প্রতিনিধি
কোটবাড়ী বিশ্বরোডসংলগ্ন নন্দনপুর কাউন্সিলর অফিসের সামনে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়া একজনকে চাপা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘কৃষ্ণচূড়া’ বাস। দুর্ঘটনায় নিহত ব্যক্তি বলরামপুরের বাসিন্দা মৃত জামাল মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬০)।
এ ঘটনায় কেউ অভিযোগ না দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসচালক মো. শফিককে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার।
আজ বুধবার আনুমানিক ১০টা ৪০ মিনিটে কোটবাড়ী বিশ্বরোডসংলগ্ন নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিল। সে সময় বিপরীত পাশ থেকে কোটবাড়ীর দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। অতিরিক্ত গতির কারণে অটোরিকশা থেকে একজন যাত্রী রাস্তায় পড়ে যান। তাঁর ওপর দিয়েই বিশ্ববিদ্যালয়ের বাসটি চলে যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে সমঝোতা করে একটি সিদ্ধান্তে আসতে চাচ্ছি। পাশাপাশি অভিযুক্ত বাসচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ ব্যাপারে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। লাশ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোটবাড়ী বিশ্বরোডসংলগ্ন নন্দনপুর কাউন্সিলর অফিসের সামনে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়া একজনকে চাপা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘কৃষ্ণচূড়া’ বাস। দুর্ঘটনায় নিহত ব্যক্তি বলরামপুরের বাসিন্দা মৃত জামাল মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬০)।
এ ঘটনায় কেউ অভিযোগ না দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসচালক মো. শফিককে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার।
আজ বুধবার আনুমানিক ১০টা ৪০ মিনিটে কোটবাড়ী বিশ্বরোডসংলগ্ন নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিল। সে সময় বিপরীত পাশ থেকে কোটবাড়ীর দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। অতিরিক্ত গতির কারণে অটোরিকশা থেকে একজন যাত্রী রাস্তায় পড়ে যান। তাঁর ওপর দিয়েই বিশ্ববিদ্যালয়ের বাসটি চলে যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে সমঝোতা করে একটি সিদ্ধান্তে আসতে চাচ্ছি। পাশাপাশি অভিযুক্ত বাসচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ ব্যাপারে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। লাশ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৪ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৫ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩১ মিনিট আগে