কর্মরত অবস্থায় মারা গেলেন কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ২২: ৪৩

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ানুল হক (৩৫) কর্মরত অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ১৬ আগস্ট বিকেল ৫টায় চট্টগ্রাম বন্দরের জেটির গেট ডিভিশনে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে। 

রেজওয়ানুল হক এর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি চট্টগ্রাম কাস্টমসে চাকরির সুবাদের দক্ষিণ হালিশহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সুলতান মাহমুদ বলেন, বন্দর জেটির গেট ডিভিশনে দায়িত্ব পালনকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন রেজওয়ানুল হক। দ্রুত তাঁকে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। রাত পৌনে ৯টার দিকে তাঁর মরদেহ হাসপাতাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে আনা হয়। 

চট্টগ্রাম কাস্টম সূত্র জানায়, ২০১৭ সালে ১৭ ডিসেম্বর এনবিআরে এআরও হিসেবে যোগ দেন রেজওয়ানুল। চট্টগ্রাম কাস্টম হাউসে যোগ দেন গত ১ ফেব্রুয়ারি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত