চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৫: ৪৯
গ্রেপ্তার পারভেজ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আট হাজার পিস ইয়াবা বড়িসহ পারভেজ উদ্দিন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের চকবাজার থানা এলাকার অলি খাঁ মসজিদ মোড় সংলগ্ন হোটেল এভালনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে চকবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল হোটেলের ৫০৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে পারভেজকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তারেক আজিজ বলেন, পারভেজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বিরুদ্ধে পরে চকবাজার থানায় মাদক আইনে দায়ের হওয়া একটি মামলা রয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত