চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় এক ব্যবসায়ী হত্যা মামলার আসামি আবু ছৈয়দকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। এতে জখম হয়েছেন নিহতের স্ত্রীসহ চারজন।
নিহত আবু ছৈয়দ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়া এলাকায় মৃত বদিউর রহমানের ছেলে। তিনি একই ইউনিয়নের এক ব্যবসায়ী হত্যা মামলার অন্যতম আসামি।
হত্যাকাণ্ডের বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার। তিনি বলেন, ‘চমেকে (চট্টগ্রাম মেডিকেল কলেজ) নেওয়ার পথে আহত আবু ছৈয়দ মারা গেছে শুনেছি। অন্য আহতদের চিকিৎসা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি।’
হামলায় আহতরা হলেন আবু ছৈয়দের স্ত্রী বুলবুল আক্তার (৩৪) ও স্ত্রীর বড় ভাই মো. খোকন (৪০) এবং একই এলাকার আবদুল মজিদের স্ত্রী শাকিলা (৩৩) ও ছেলে এনাম (১৭)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ বিকেলে কয়েকজন দুর্বৃত্ত আবু ছৈয়দের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তাঁর পায়ে ও হাতে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় আবু ছৈয়দকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আবু ছৈয়দ মারা যান বলে তাঁর পরিবারের লোকজন জানান।
স্থানীয় লোকজন জানান, ২০২১ সালের ২ মে রাতে পেকুয়া উপজেলার মগনামার ফুলতলা স্টেশনে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি হলেন আবু ছৈয়দ। সম্প্রতি তিনি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরেন।
কক্সবাজারের পেকুয়ায় এক ব্যবসায়ী হত্যা মামলার আসামি আবু ছৈয়দকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। এতে জখম হয়েছেন নিহতের স্ত্রীসহ চারজন।
নিহত আবু ছৈয়দ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়া এলাকায় মৃত বদিউর রহমানের ছেলে। তিনি একই ইউনিয়নের এক ব্যবসায়ী হত্যা মামলার অন্যতম আসামি।
হত্যাকাণ্ডের বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার। তিনি বলেন, ‘চমেকে (চট্টগ্রাম মেডিকেল কলেজ) নেওয়ার পথে আহত আবু ছৈয়দ মারা গেছে শুনেছি। অন্য আহতদের চিকিৎসা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি।’
হামলায় আহতরা হলেন আবু ছৈয়দের স্ত্রী বুলবুল আক্তার (৩৪) ও স্ত্রীর বড় ভাই মো. খোকন (৪০) এবং একই এলাকার আবদুল মজিদের স্ত্রী শাকিলা (৩৩) ও ছেলে এনাম (১৭)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ বিকেলে কয়েকজন দুর্বৃত্ত আবু ছৈয়দের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তাঁর পায়ে ও হাতে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় আবু ছৈয়দকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আবু ছৈয়দ মারা যান বলে তাঁর পরিবারের লোকজন জানান।
স্থানীয় লোকজন জানান, ২০২১ সালের ২ মে রাতে পেকুয়া উপজেলার মগনামার ফুলতলা স্টেশনে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি হলেন আবু ছৈয়দ। সম্প্রতি তিনি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরেন।
ঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৭ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৩৭ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১ ঘণ্টা আগে