প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় জঙ্গলখাইন এলাকায় নানার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজ ছাত্রী। রেশমী আক্তার (১৮) নামের ওই কলেজ ছাত্রী উপজেলার কোলাগাঁও গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে।
জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার জঙ্গলখাইন গ্রামের মৃত ইসহাকের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। ইসহাক তাঁর নানা। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেশমী আক্তার উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নুর হোসেন ফকিরের বাড়ি এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করছিলেন। তিনি পটিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আজ সকাল ৮টার দিকে শোয়ার ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তাঁর ঝুলন্ত লাশ দেখে পটিয়া থানা-পুলিশকে খবর দেয়। এ সময় তাঁর নানি বাড়িতে ছিলেন না। তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা কেউ বলতে পারছে না।
পটিয়া থানার এসআই নাজমুল কবির জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চট্টগ্রামের পটিয়ায় জঙ্গলখাইন এলাকায় নানার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজ ছাত্রী। রেশমী আক্তার (১৮) নামের ওই কলেজ ছাত্রী উপজেলার কোলাগাঁও গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে।
জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার জঙ্গলখাইন গ্রামের মৃত ইসহাকের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। ইসহাক তাঁর নানা। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেশমী আক্তার উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নুর হোসেন ফকিরের বাড়ি এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করছিলেন। তিনি পটিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আজ সকাল ৮টার দিকে শোয়ার ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তাঁর ঝুলন্ত লাশ দেখে পটিয়া থানা-পুলিশকে খবর দেয়। এ সময় তাঁর নানি বাড়িতে ছিলেন না। তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা কেউ বলতে পারছে না।
পটিয়া থানার এসআই নাজমুল কবির জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
৫ মিনিট আগেটাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
১২ মিনিট আগেঅপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার-১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম জামিন দেন।
২০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে