Ajker Patrika

প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে গাছ লুট, পুলিশের হাতে গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
গ্রেপ্তারকৃত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারকৃত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সৌদি প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবি করে না পেয়ে বাগান থেকে আড়াইশ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কলাবাইজ্জেঘোনা এলাকায় ঘটনাটি ঘটেছে।

এই ঘটনায় জড়িত অভিযোগে মো. আবদুল্লাহ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের আজিজনগর এলাকার আবদুল মজিদের ছেলে।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিবেক আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী প্রবাসীর পরিবার তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বাদী প্রবাসীর ছোট ভাই মোহাম্মদ তোয়াছিন জানান, তাঁর ভাই হাফেজ মোহাম্মদ জমির উদ্দিন দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। দেশে তিনি ২০০৬ সালে কলাবাইজ্জেঘোনা এলাকায় জমি কিনে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।

সম্প্রতি স্থানীয় আবদুল্লাহ তাঁর ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা এবং প্রতিমাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাগান থেকে আড়াইশ গাছ কেটে নেওয়া হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

প্রবাসীর কেটে নেওয়া বাগানের একটি অংশ। ছবি: সংগৃহীত
প্রবাসীর কেটে নেওয়া বাগানের একটি অংশ। ছবি: সংগৃহীত

২১ ডিসেম্বর আরও কিছু গাছ কেটে নেওয়ার সময় বাধা দিলে আবদুল্লাহ প্রবাসীর ছোট ভাই তোয়াছিনকে প্রাণনাশের হুমকি দেন। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ চাঁদাবাজির মামলা নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবদুল্লাহ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত