Ajker Patrika

মোটরসাইকেল কিনে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, দাবি পরিবারের

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
মোটরসাইকেল কিনে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, দাবি পরিবারের

কচুয়া পৌরসভার তাহসান তফাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে ওই কিশোর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল পাঠিয়েছে কচুয়া থানা-পুলিশ। 

আজ রোববার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

তাহসানের বাবা জামাল হোসেন তফাদার বলেন, ‘স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে আমার সংসার চলে আসছিল। চলমান এসএসসি পরীক্ষায় সে কচুয়া আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিচ্ছে। এলাকার কিছু ছেলেদের সঙ্গে মিশে আমার ছেলে তাহসান বিপথে চলে যায়। কয়েক দিন যাবৎ বায়না ধরে তাকে মোটরবাইক কিনে দিতে হবে, না দিলে সে আত্মহত্যা করবে।’ 

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমাকে এবং স্ত্রীকে চাপ দেয়, আজকের (শনিবার) রাতের মধ্যে তাকে মোটরবাইক কিনে দিতে হবে। অনেক বোঝানোর পর বলেছি পরীক্ষা শেষ হলেই মোটরসাইকেল কিনে দেব। কিন্তু তাতেও সে মানতে নারাজ। পরে আমরা সবাই ঘুমিয়ে পড়লে সকলের অগোচরে তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে তাহসানের কক্ষে ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাহসানকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। এরপর সেখান থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এই কথা কলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত