সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া একটি যাত্রীবাহী লাইফবোটের যাত্রীদের উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মাঝসাগরে আটকে পড়া প্রায় ৭০ যাত্রীকে উদ্ধার করে উপকূলে নেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ।
মো. একরাম উল্ল্যাহ বলেন, ‘শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ইঞ্জিন বিকল হয়ে একটি লাইফবোটের যাত্রীদের আটকে পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি লাল বোট নিয়ে আটকা পড়া ৭০ জন যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি।’
ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ আরও বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে শনিবার সকালে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি লাইফবোট গুলিয়াখালী ঘাটে আসার সময় ইঞ্জিন বিকল হয়ে মাঝসাগর আটকে যায়। বোটটি আটকে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টি শুরু হলে বোটে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হাবিব খান নামে বোটে আটকে পড়া একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে তাঁদের উদ্ধারে সহায়তা চান। পরে জরুরি সেবার মাধ্যমে জানতে পেরে তাঁদের উদ্ধার করা হয়।’
চট্টগ্রামের সীতাকুণ্ডের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া একটি যাত্রীবাহী লাইফবোটের যাত্রীদের উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মাঝসাগরে আটকে পড়া প্রায় ৭০ যাত্রীকে উদ্ধার করে উপকূলে নেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ।
মো. একরাম উল্ল্যাহ বলেন, ‘শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ইঞ্জিন বিকল হয়ে একটি লাইফবোটের যাত্রীদের আটকে পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি লাল বোট নিয়ে আটকা পড়া ৭০ জন যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি।’
ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ আরও বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে শনিবার সকালে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি লাইফবোট গুলিয়াখালী ঘাটে আসার সময় ইঞ্জিন বিকল হয়ে মাঝসাগর আটকে যায়। বোটটি আটকে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টি শুরু হলে বোটে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হাবিব খান নামে বোটে আটকে পড়া একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে তাঁদের উদ্ধারে সহায়তা চান। পরে জরুরি সেবার মাধ্যমে জানতে পেরে তাঁদের উদ্ধার করা হয়।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
৯ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে জায়ামাতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
১৪ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১৭ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
২১ মিনিট আগে