কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
এবার ঈদের ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত কাপ্তাই বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন এবং ঈদের পরদিন বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়।
সরেজমিনে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় অসংখ্য পর্যটক। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আসা ব্যবসায়ী ইদ্রিস-শারমিন দম্পতি বলেন, ‘করোনার কারণে গত দুই বছর ঘরের বাইরে ঈদ করতে পারি নাই। এবার ঈদ উদ্যাপন করার জন্য কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় পরিবার নিয়ে ঘুরতে এসেছি।’
কাপ্তাই বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁ, নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, বন বিভাগের প্রশান্তি, শিলছড়িতে নতুনভাবে নির্মিত নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে বিনোদনপ্রেমীদের ভিড় দেখা যায়। এসব স্পটে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বেড়াতে এসেছেন। এ ছাড়া বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, সেনাবাহিনী পরিচালিত লেকশোর ও লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা ঈদের ছুটি উপভোগ করছেন।
কাপ্তাইয়ের প্রশান্তি পিকনিক স্পটে বেড়াতে আসেন রাঙামাটির আইরিন, সাফাত, রিফাত। তাঁরা বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত প্রশান্তি পিকনিক স্পটে ঈদের ছুটিতে এসে নির্মল বাতাস উপভোগ করছি।’
শিলছড়ি প্রশান্তি পিকনিক স্পটের পরিচালক আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, ঈদের ছুটিতে এখানে শত শত পর্যটকের আগমন ঘটেছে। এইখানে বসে কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা।
গত মঙ্গলবার উদ্বোধন হওয়া কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্তোরাঁর উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন জানান, সম্পূর্ণ বাঁশ দিয়ে মনোরম কারুকাজে এই রেস্তোরাঁ নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের দিন এবং বুধবার আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী পর্যটন কেন্দ্রের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী জানান, দীর্ঘ দুই বছর পর মানুষ মুক্ত বাতাসে ঈদের ছুটি উপভোগ করছে। এবার কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
এবার ঈদের ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত কাপ্তাই বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন এবং ঈদের পরদিন বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়।
সরেজমিনে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় অসংখ্য পর্যটক। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আসা ব্যবসায়ী ইদ্রিস-শারমিন দম্পতি বলেন, ‘করোনার কারণে গত দুই বছর ঘরের বাইরে ঈদ করতে পারি নাই। এবার ঈদ উদ্যাপন করার জন্য কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় পরিবার নিয়ে ঘুরতে এসেছি।’
কাপ্তাই বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁ, নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, বন বিভাগের প্রশান্তি, শিলছড়িতে নতুনভাবে নির্মিত নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে বিনোদনপ্রেমীদের ভিড় দেখা যায়। এসব স্পটে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বেড়াতে এসেছেন। এ ছাড়া বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, সেনাবাহিনী পরিচালিত লেকশোর ও লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা ঈদের ছুটি উপভোগ করছেন।
কাপ্তাইয়ের প্রশান্তি পিকনিক স্পটে বেড়াতে আসেন রাঙামাটির আইরিন, সাফাত, রিফাত। তাঁরা বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত প্রশান্তি পিকনিক স্পটে ঈদের ছুটিতে এসে নির্মল বাতাস উপভোগ করছি।’
শিলছড়ি প্রশান্তি পিকনিক স্পটের পরিচালক আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, ঈদের ছুটিতে এখানে শত শত পর্যটকের আগমন ঘটেছে। এইখানে বসে কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা।
গত মঙ্গলবার উদ্বোধন হওয়া কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্তোরাঁর উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন জানান, সম্পূর্ণ বাঁশ দিয়ে মনোরম কারুকাজে এই রেস্তোরাঁ নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের দিন এবং বুধবার আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী পর্যটন কেন্দ্রের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী জানান, দীর্ঘ দুই বছর পর মানুষ মুক্ত বাতাসে ঈদের ছুটি উপভোগ করছে। এবার কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
১ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৪ ঘণ্টা আগে