Ajker Patrika

কক্সবাজারের পেকুয়ায় খাল থেকে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৫: ০২
কক্সবাজারের পেকুয়ায় খাল থেকে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় একটি খাল থেকে নিখোঁজ দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গাপাড়ায় খালে গতকাল বুধবার সন্ধ্যায় নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার সকালে খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশুরা হলো— স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও ছেলে আমির হোছাইন (৭) এবং তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।

স্থানীয় ইউপি সদস্য নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে তারা পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সাহেবখালী খালে তাদের মরদেহ ভেসে ওঠে।

ইউপি চেয়ারম্যান জানান, তিন শিশুর লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত