কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) মো. সেলিম মিয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হলেন, নগরীর কালিয়াজুরী মধ্য পাড়া শহীদ মিনার সংলগ্ন মৃত মুর্শিদ মিয়ার ছেলে মো. মাইনুদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কালিয়াজুরী শীলবাড়ীর হরিপদ দত্তের ছেলে রতন দত্ত, কালিয়াজুরী মৃত নান্নু মিয়া জমিদারের ছেলে মো. আশিক ও মো. বনি মিয়ার ছেলে আ. হান্নান এবং একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে আল-আমিন।
মামলার বিবরণে ও আদালত সূত্রে জানা যায়, নগরীর কালিয়াজুরীতে পূর্ব শত্রুতার জের ধরে ২০১২ সালের ২৭ জানুয়ারি রাতে সাড়ে ৯টায় আসামিরা পরস্পর যোগসাজশে কালিয়াজুরী মাজারের পূর্ব পাড়ের বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অটোরিকশাচালক জাবেদ মিয়াকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। এরপর নিহতের স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাবেদ মিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন।
অতিরিক্ত কৌশলী মো. সেলিম মিয়া বলেন, রাষ্ট্রপক্ষে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাতক আসামি মো. মাঈনুদ্দিনকে মৃত্যুদণ্ড এবং আসামি রতন দত্তসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) মো. সেলিম মিয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হলেন, নগরীর কালিয়াজুরী মধ্য পাড়া শহীদ মিনার সংলগ্ন মৃত মুর্শিদ মিয়ার ছেলে মো. মাইনুদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কালিয়াজুরী শীলবাড়ীর হরিপদ দত্তের ছেলে রতন দত্ত, কালিয়াজুরী মৃত নান্নু মিয়া জমিদারের ছেলে মো. আশিক ও মো. বনি মিয়ার ছেলে আ. হান্নান এবং একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে আল-আমিন।
মামলার বিবরণে ও আদালত সূত্রে জানা যায়, নগরীর কালিয়াজুরীতে পূর্ব শত্রুতার জের ধরে ২০১২ সালের ২৭ জানুয়ারি রাতে সাড়ে ৯টায় আসামিরা পরস্পর যোগসাজশে কালিয়াজুরী মাজারের পূর্ব পাড়ের বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অটোরিকশাচালক জাবেদ মিয়াকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। এরপর নিহতের স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাবেদ মিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন।
অতিরিক্ত কৌশলী মো. সেলিম মিয়া বলেন, রাষ্ট্রপক্ষে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাতক আসামি মো. মাঈনুদ্দিনকে মৃত্যুদণ্ড এবং আসামি রতন দত্তসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
১০ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগে