নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে শফিউদ্দিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর লালদীঘি পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাল বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ১৯ বছর আগে তিনি এ মামলায় জামিনে বেরিয়ে আত্মগোপনে যান।
হেলাল উদ্দিন (৪০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জুলদি গ্রামের মৃত মোফাজ্জেল আহমেদের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ১৪ জুন চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় চট্টগ্রাম রেলওয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিন আহমেদকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৭/৮ জনের নামে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে শিপন ও ইমন নামে দুই আসামির ফাঁসি এবং হেলাল উদ্দিন, মাজহারুল ইসলামসহ সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায় দেন।
রায়ের সময় আসামি হেলাল উদ্দিন হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক থাকেন। তিনি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও চসিকের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণসহ চার আসামি বেকসুর খালাস দেন আদালত।
এর আগে ১৯ বছর পর গত ৭ মে এই মামলার আরেক পলাতক আসামি মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩) র্যাবের হাতে গ্রেপ্তার হন। নগরের খুলশী আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মাজহারুল ইসলাম ফরহাদ নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের অনুসারী ছিলেন।
চট্টগ্রামে শফিউদ্দিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর লালদীঘি পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাল বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ১৯ বছর আগে তিনি এ মামলায় জামিনে বেরিয়ে আত্মগোপনে যান।
হেলাল উদ্দিন (৪০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জুলদি গ্রামের মৃত মোফাজ্জেল আহমেদের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ১৪ জুন চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় চট্টগ্রাম রেলওয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিন আহমেদকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৭/৮ জনের নামে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে শিপন ও ইমন নামে দুই আসামির ফাঁসি এবং হেলাল উদ্দিন, মাজহারুল ইসলামসহ সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায় দেন।
রায়ের সময় আসামি হেলাল উদ্দিন হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক থাকেন। তিনি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও চসিকের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণসহ চার আসামি বেকসুর খালাস দেন আদালত।
এর আগে ১৯ বছর পর গত ৭ মে এই মামলার আরেক পলাতক আসামি মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩) র্যাবের হাতে গ্রেপ্তার হন। নগরের খুলশী আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মাজহারুল ইসলাম ফরহাদ নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের অনুসারী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
২৫ মিনিট আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৪২ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে