নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন করে গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় ৬১৪টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গতকাল উপজেলা সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হলেও আজ সোমবার র্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।
এই ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকেরা হলেন–মো. আজিজুল হক (৪৫), মো. আলমগীর (৪০) ও হুমায়ন কবির (২৭)। অভিযুক্তরা উপজেলাটির কেঁওচিয়া ও হাতুরাপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সাতকানিয়ার ওইস্থানে অভিযান চালালে তাঁরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া তাঁদের বিস্ফোরক অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। পরে তাঁদের আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানের ভেতরে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন তৈরি করে ব্যবসা করছে। বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে গ্যাসগুলো মজুত করা হয়।
পরে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাগুলোর কাছে এসব গ্যাস চড়া মূল্যে বিক্রি করা হয়। প্রতিটি কাভার্ডভ্যানে গড়ে দেড় শ ওপরে সিলিন্ডার স্থাপন করা ছিল।’
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন করে গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় ৬১৪টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গতকাল উপজেলা সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হলেও আজ সোমবার র্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।
এই ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকেরা হলেন–মো. আজিজুল হক (৪৫), মো. আলমগীর (৪০) ও হুমায়ন কবির (২৭)। অভিযুক্তরা উপজেলাটির কেঁওচিয়া ও হাতুরাপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সাতকানিয়ার ওইস্থানে অভিযান চালালে তাঁরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া তাঁদের বিস্ফোরক অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। পরে তাঁদের আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানের ভেতরে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন তৈরি করে ব্যবসা করছে। বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে গ্যাসগুলো মজুত করা হয়।
পরে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাগুলোর কাছে এসব গ্যাস চড়া মূল্যে বিক্রি করা হয়। প্রতিটি কাভার্ডভ্যানে গড়ে দেড় শ ওপরে সিলিন্ডার স্থাপন করা ছিল।’
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি গতকাল বুধবার বিকেলে থানায় সোপর্দ করলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১২ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন অবস্থায় বাবা বাবুল মিয়া (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেলেন।
১ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে