Ajker Patrika

ধর্ষণের মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ধর্ষণের মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক তরুণীকে ধর্ষণের মামলায় মো. রফিক (৩৮) নামে এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল ৭-এর বিচারক ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রাম জেলার ভুজপুর থানার পূর্ব সোনাই গ্রামের মো. ইউছুফের ছেলে। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এম এ নাসের চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ নাসের চৌধুরী বলেন, এই মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

মামলা নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ২৬ মার্চ রফিক জোর করে দোকানের ভেতর ধরে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রলোভন ও ভয় দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়। এক পর্যায়ে ওই তরুণী অন্তসত্ত্বা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় পরে ভুজপুর থানায় রফিককে আসামি করে একটি মামলা হয়। ২০১৭ সালে ১৪ সেপ্টেম্বর মো. রফিককে একমাত্র আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল হয়। মামলাটি বিচারের সময় রাষ্ট্রপক্ষ আটজন সাক্ষী উপস্থাপন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত