Ajker Patrika

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২: ৪৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পয়লা বৈশাখের মেলায় ঘুরতে এনে লাকি বেগম (১৮) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় স্বামী সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিউদ্দিনের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকি বেগম স্বামীর সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজ এলাকায় বেদেপল্লিতে থাকতেন।

পুলিশ জানায়, এক বছর আগে লাকির সঙ্গে সাকিবের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে গত কয়েক দিন ধরে তাঁদের সঙ্গে মনমালিন্য চলছিল। সোমবার বিকেলে পয়লা বৈশাখ উপলক্ষে লাকিকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলেন সাকিব। সন্ধ্যায় মেডিকেল কলেজ এলাকা থেকে দুজনে একসঙ্গে একলাশপুর মেলায় আসেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুজন নাগরদোলায় ওঠেন। নাগরদোলায় থাকা অবস্থায়ই চাকু দিয়ে লাকির গলা কেটে দেন শাকিব। টের পেয়ে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকা'কে বলেন, অভিযুক্ত সাকিবকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত