Ajker Patrika

ঘরে পিস্তল নিয়ে যুবকের পোজ দেওয়ার ভিডিও ভাইরাল, গভীর রাতে গ্রেপ্তার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ঘরে পিস্তল নিয়ে যুবকের পোজ দেওয়ার ভিডিও ভাইরাল, গভীর রাতে গ্রেপ্তার

কুমিল্লা জেলার দাউদকান্দিতে নিজের ঘরে পিস্তলসহ ভিডিও ধারণকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই যুবকের নাম—শরীফ হোসেন। তিনি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মণির হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে গৌরীপুর থানা-পুলিশ। 

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে-ভিডিওটি অনেক আগের। এর সঙ্গে আর কারা কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে তদন্ত হচ্ছে।’ ওই যুবককে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

গতকাল মঙ্গলবার গ্রেপ্তার যুবক শরীফের অস্ত্রসহ দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে মুন্না নামে স্থানীয় আরেক যুবকের সঙ্গে অস্ত্র আদান-প্রদান করতে দেখা যায় শরীফকে। যদিও মুন্না নামের ওই যুবক প্রায় এক বছর হলো মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। 

ছড়িয়ে পড়া ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, হাতে একটি পিস্তল নিয়ে নিজেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন শরীফ। ঘরের ভেতরে তিনি গুলিভরা পিস্তল নেড়েচেড়ে দেখছেন। একপর্যায়ে ম্যাগাজিন খুলে পিস্তল নিয়ে তিনি নানাভাবে পোজও দিচ্ছেন। 

অন্যদিকে, ১ মিনিট ৪ সেকেন্ডের আরেক ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার শরীফ মুন্না নামের ওই যুবককে একটি শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো পিস্তল দিচ্ছেন। এ সময় অস্ত্র বুঝে পেয়েছে কি না তা, নিয়ে দুজনের মধ্যে কথা চলছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত