লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে এক স্কুলছাত্রীকে অপহরণের ৩ দিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় মামলা হলেও প্রধান অভিযুক্তসহ এখনো ধরাছোঁয়ার বাইরে ৮ আসামি। মামলা তুলে নিতে প্রাণনাশসহ নানা হুমকি-ধমকি দিচ্ছে আসামিরা। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন অপহৃত স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা। দ্রুত প্রধান অভিযুক্ত রাসেল হোসেন অপুসহ অন্য আসামিদের গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধারের দাবি জানান স্থানীয়রা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আজ শুক্রবার বলেন, ‘অপহরণের ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত রাসেল হোসেন অপুসহ অন্য আসামিদের ধরতে এবং অপহৃত ছাত্রীকে উদ্ধারের অভিযান চলছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেড়মাস আগে স্কুলের ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে ঢাকা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার পাচঁপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে ওই ছাত্রী। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নৌকা মার্কার নির্বাচনী স্লোগান দিয়ে ২০-২৫ জনের একদল যুবক মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে রাসেল হোসেন অপুর নেতৃত্বে ৮-১০ জনের একদল যুবক ঘরে ঢুকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ছাত্রীর মা ও ভাইসহ অন্যদের অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
এ সময় তাদের বাধা দিলে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ত্যাগ করে। এঘটনায় পরের দিন ছাত্রীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয় রাসেল হোসেন অপুকে। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মামলায় এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন ও রুবেল পাটওয়ারীকে গ্রেপ্তার করে। এখনো ধরা ছোয়ার বাইরে প্রধান আসামিসহ অন্যরা।
ঘটনার পর থেকে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশসহ নানা ধরনের ভয়ভীতির চাপ দিচ্ছে আসামিরা। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন অপহৃত স্কুলছাত্রীর পরিবার। ঢাকার রায়ের বাগের একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল অপহৃত ছাত্রী।
ছাত্রীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা মার্কার স্লোগান দিয়ে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে করে মেয়েকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার ৩দিন পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামিসহ অন্যরা। মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। জড়িতদের গ্রেপ্তার ও মেয়েকে উদ্ধারের দাবি জানাচ্ছি।’
স্থানীয়রা জানান, এভাবে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্মি স্টাইলে শিক্ষার্থীকে তুলে নিয়ে গেলেও আসামিদের এখনো ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এটি কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। এতে করে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন স্থানীয়রা। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান অপহৃত স্কুলছাত্রীর স্বজন ও এলাকাবাসী।
প্রধান অভিযুক্ত রাসেল হোসেন অপুর বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করেনি। তাই দিনদিনই বেপরোয়া হয়ে উঠেছে রাসেল হোসেন অপু।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘প্রধান অভিযুক্ত রাসেল হোসেন অপুসহ অন্য আসামিদের ধরতে ও অপহৃত ছাত্রীকে উদ্ধারের অভিযান চলছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। শিগগির আসামিরা ধরা পড়বে। পাশাপাশি অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে এক স্কুলছাত্রীকে অপহরণের ৩ দিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় মামলা হলেও প্রধান অভিযুক্তসহ এখনো ধরাছোঁয়ার বাইরে ৮ আসামি। মামলা তুলে নিতে প্রাণনাশসহ নানা হুমকি-ধমকি দিচ্ছে আসামিরা। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন অপহৃত স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা। দ্রুত প্রধান অভিযুক্ত রাসেল হোসেন অপুসহ অন্য আসামিদের গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধারের দাবি জানান স্থানীয়রা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আজ শুক্রবার বলেন, ‘অপহরণের ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত রাসেল হোসেন অপুসহ অন্য আসামিদের ধরতে এবং অপহৃত ছাত্রীকে উদ্ধারের অভিযান চলছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেড়মাস আগে স্কুলের ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে ঢাকা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার পাচঁপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে ওই ছাত্রী। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নৌকা মার্কার নির্বাচনী স্লোগান দিয়ে ২০-২৫ জনের একদল যুবক মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে রাসেল হোসেন অপুর নেতৃত্বে ৮-১০ জনের একদল যুবক ঘরে ঢুকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ছাত্রীর মা ও ভাইসহ অন্যদের অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
এ সময় তাদের বাধা দিলে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ত্যাগ করে। এঘটনায় পরের দিন ছাত্রীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয় রাসেল হোসেন অপুকে। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মামলায় এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন ও রুবেল পাটওয়ারীকে গ্রেপ্তার করে। এখনো ধরা ছোয়ার বাইরে প্রধান আসামিসহ অন্যরা।
ঘটনার পর থেকে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশসহ নানা ধরনের ভয়ভীতির চাপ দিচ্ছে আসামিরা। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন অপহৃত স্কুলছাত্রীর পরিবার। ঢাকার রায়ের বাগের একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল অপহৃত ছাত্রী।
ছাত্রীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা মার্কার স্লোগান দিয়ে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে করে মেয়েকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার ৩দিন পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামিসহ অন্যরা। মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। জড়িতদের গ্রেপ্তার ও মেয়েকে উদ্ধারের দাবি জানাচ্ছি।’
স্থানীয়রা জানান, এভাবে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্মি স্টাইলে শিক্ষার্থীকে তুলে নিয়ে গেলেও আসামিদের এখনো ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এটি কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। এতে করে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন স্থানীয়রা। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান অপহৃত স্কুলছাত্রীর স্বজন ও এলাকাবাসী।
প্রধান অভিযুক্ত রাসেল হোসেন অপুর বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করেনি। তাই দিনদিনই বেপরোয়া হয়ে উঠেছে রাসেল হোসেন অপু।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘প্রধান অভিযুক্ত রাসেল হোসেন অপুসহ অন্য আসামিদের ধরতে ও অপহৃত ছাত্রীকে উদ্ধারের অভিযান চলছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। শিগগির আসামিরা ধরা পড়বে। পাশাপাশি অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সাতক্ষীরার তালা উপজেলায় নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকার নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২ মিনিট আগেউত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
২৬ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৩৯ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১ ঘণ্টা আগে