Ajker Patrika

লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২১: ০৮
শফিকের বাড়ি ভাঙচুর করা ঘর। ছবি: আজকের পত্রিকা
শফিকের বাড়ি ভাঙচুর করা ঘর। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার ও কাঁচামালের আড়ত নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়নে বিএনপির মধ্যে দুটি ধারা সৃষ্টি হয়। একপক্ষে উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামিম গাজী ও অন্যপক্ষে ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ নেতৃত্ব দিচ্ছেন।

এরই মধ্যে বেশ কয়েকবার তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনার পাড়ের চান্দারখালের এলাকায় উপজেলা কৃষক দলের সদস্যসচিবের টেবিলের পাশের ব্যানার ছিঁড়ে ফেলেন খাসেরহাট এলাকার বিএনপি নেতা ফারুক গাজী। এ নিয়ে শামিম গাজীর নেতৃত্বে তাঁর অনুসারীরা খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর ফারুক কবিরাজের নির্দেশে শামিম গাজীর অফিস ভাঙচুর করা হয়।

আজ শুক্রবার সকালে শামিমের ম্বশুর শফিক রাঢ়ির বাড়িতে হামলা হয়। ওই সময় তাঁরা শফিক রাঢ়িকে মারধর করে বাড়িঘর ভাঙচুর, তাঁর পক্ষের মিজানের বাড়ি ও দোকানে হামলা, দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

বিএনপি নেতা ফারুক কবিরাজের অফিস ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা
বিএনপি নেতা ফারুক কবিরাজের অফিস ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

দুই দিনের ঘটনায় কমপক্ষের ১৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর জখম শফিক রাঢ়ি (৪৮) ও লিন রাঢ়িকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে। আহত তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁ, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদ রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শামিম গাজী বলেন, ‘ফারুক কবিরাজের নির্দেশে আমাদের ওপর জঘন্য হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।’

মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ বলেন, ‘ব্যানার নিয়ে ঝামেলা হওয়ায় আমি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিই। কিন্তু তারা না মেনে আমার নামে বাজারে অশালীন বক্তব্য দিয়ে মহড়া দিয়ে আমাদের অফিস ভাঙচুর করা হয়। এরপর আমরাও তাদের ওপর আক্রমণ করি।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনাস্থলে সেনাসদস্যদের সঙ্গে আমাদের পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত