মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পক্ষের গোলাগুলিতে অনুপম চাকমা (৩৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে তিনি আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে রাত ১১টার দিকে বিজিবি ও পুলিশ তাঁকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত অনুপম চাকমা খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়নের হরিনাথপাড়ার মনুজয় চাকমা ছেলে।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকেই গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলি বন্ধ হওয়ার বেশ কিছুক্ষণ পরে জানা যায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি যামিনীপাড়া জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনুপম চাকমাকে উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অনুপম চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৩ বিজিবির এডি নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল এলাকায় টহল দিচ্ছে। যামিনীপাড়া জোন সদরের আওতাধীন এলাকা ও অধীন সব বিওপি এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পক্ষের গোলাগুলিতে অনুপম চাকমা (৩৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে তিনি আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে রাত ১১টার দিকে বিজিবি ও পুলিশ তাঁকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত অনুপম চাকমা খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়নের হরিনাথপাড়ার মনুজয় চাকমা ছেলে।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকেই গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলি বন্ধ হওয়ার বেশ কিছুক্ষণ পরে জানা যায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি যামিনীপাড়া জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনুপম চাকমাকে উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অনুপম চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৩ বিজিবির এডি নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল এলাকায় টহল দিচ্ছে। যামিনীপাড়া জোন সদরের আওতাধীন এলাকা ও অধীন সব বিওপি এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৭ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৯ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৯ ঘণ্টা আগে