বান্দরবান প্রতিনিধি
পাহাড়ের মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। উৎসব ঘিরে বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান।
আজ রোববার সকালে বান্দরবান উৎসব উদ্যাপন পরিষদ রাজার মাঠ থেকে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন অনেকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি নতুন বছর সবার জন্য মঙ্গল নিয়ে আসুক, এমন প্রত্যাশা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সহসভাপতি থুইসিং প্রু লুবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে ইনস্টিটিউট হলরুমে আয়োজন করা হয় বয়োজ্যেষ্ঠদের পূজা অনুষ্ঠান। এ সময় বিভিন্ন পাড়া ও গ্রামের বয়োজ্যেষ্ঠদের পূজা করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী দান করা হয়। এর মাধ্যমে নতুন বছরকে বরণ করতে পেরে খুশি তরুণ-তরুণীরা।
উৎসব উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, উৎসবের মধ্যে থাকছে ১৪ এপ্রিল দুপুরে পবিত্র বুদ্ধমূর্তি স্নান ও রাতব্যাপী পিঠা তৈরি উৎসব, ১৫ এপ্রিল বিকেলে রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে ১৮ এপ্রিল সন্ধ্যায় বিহারে বিহারে সমবেত প্রার্থনা। এর মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্তি ঘটবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের।
উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা বলেন, ‘সাংগ্রাই উৎসব আমাদের মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব। এবারের উৎসব উদ্যাপন করতে গিয়ে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা পাচ্ছি।’
পাহাড়ের মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। উৎসব ঘিরে বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান।
আজ রোববার সকালে বান্দরবান উৎসব উদ্যাপন পরিষদ রাজার মাঠ থেকে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন অনেকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি নতুন বছর সবার জন্য মঙ্গল নিয়ে আসুক, এমন প্রত্যাশা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সহসভাপতি থুইসিং প্রু লুবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে ইনস্টিটিউট হলরুমে আয়োজন করা হয় বয়োজ্যেষ্ঠদের পূজা অনুষ্ঠান। এ সময় বিভিন্ন পাড়া ও গ্রামের বয়োজ্যেষ্ঠদের পূজা করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী দান করা হয়। এর মাধ্যমে নতুন বছরকে বরণ করতে পেরে খুশি তরুণ-তরুণীরা।
উৎসব উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, উৎসবের মধ্যে থাকছে ১৪ এপ্রিল দুপুরে পবিত্র বুদ্ধমূর্তি স্নান ও রাতব্যাপী পিঠা তৈরি উৎসব, ১৫ এপ্রিল বিকেলে রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে ১৮ এপ্রিল সন্ধ্যায় বিহারে বিহারে সমবেত প্রার্থনা। এর মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্তি ঘটবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের।
উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা বলেন, ‘সাংগ্রাই উৎসব আমাদের মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব। এবারের উৎসব উদ্যাপন করতে গিয়ে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা পাচ্ছি।’
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৪ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৪ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৪ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৭ ঘণ্টা আগে