চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image
হাটহাজারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

হাটহাজারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক হুইপ প্রয়াত ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানার সমর্থকেরা বিজয় দিবসের শোভাযাত্রা বের করতে কমিউনিটি সেন্টারে জড়ো হন। হঠাৎ সেখানে কেন্দ্রীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের অনুসারীরা হামলা চালান।

সেন্টারের গেট ও ভেতরে ভাঙচুর করা হয়। এ সময় তাঁর অন্তত ১১ সমর্থককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেছেন শাকিলা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা হেলাল বলেন, ‘যাঁরা হামলা করেছেন তাঁরা আমার গ্রুপের কিংবা বিএনপির কেউ নন। আওয়ামী লীগের কেউ হামলা করতে পারেন।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত