নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে আন্দরকিল্লা এলাকায়।
বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া কেউ কেউ সরকারের পদত্যাগও দাবি করছেন।
আবুল হাসনাত নামের এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শর বেশি মানুষকে হত্যা করেছে এই সরকার। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ৯ দফা দাবির পাশাপাশি এই দাবিও এখন আমাদের।’
সরকারি চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। ভোট দিতে পারে না, অধিকার চাইতে পারে না। আন্দোলন করতে গেলে গুলি করে হত্যা করে। এই সরকার আমরা আর চাই না।’
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘আমাদের আন্দোলনে সবাই সাপোর্ট দিচ্ছে। এটি আর ছাত্রদের আন্দোলন নেই। এটি এখন গণমানুষের আন্দোলন। দুই শর বেশি মানুষ হত্যার বিচার চাই। এসব হত্যার সঙ্গে জড়িত সরকারই। সরকারের পদত্যাগ বা পতন ছাড়া অন্য কোনো দাবি আমাদের নেই।’
জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে আন্দরকিল্লা এলাকায়।
বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া কেউ কেউ সরকারের পদত্যাগও দাবি করছেন।
আবুল হাসনাত নামের এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শর বেশি মানুষকে হত্যা করেছে এই সরকার। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ৯ দফা দাবির পাশাপাশি এই দাবিও এখন আমাদের।’
সরকারি চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। ভোট দিতে পারে না, অধিকার চাইতে পারে না। আন্দোলন করতে গেলে গুলি করে হত্যা করে। এই সরকার আমরা আর চাই না।’
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘আমাদের আন্দোলনে সবাই সাপোর্ট দিচ্ছে। এটি আর ছাত্রদের আন্দোলন নেই। এটি এখন গণমানুষের আন্দোলন। দুই শর বেশি মানুষ হত্যার বিচার চাই। এসব হত্যার সঙ্গে জড়িত সরকারই। সরকারের পদত্যাগ বা পতন ছাড়া অন্য কোনো দাবি আমাদের নেই।’
জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৩ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৭ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগে