নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে আন্দরকিল্লা এলাকায়।
বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া কেউ কেউ সরকারের পদত্যাগও দাবি করছেন।
আবুল হাসনাত নামের এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শর বেশি মানুষকে হত্যা করেছে এই সরকার। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ৯ দফা দাবির পাশাপাশি এই দাবিও এখন আমাদের।’
সরকারি চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। ভোট দিতে পারে না, অধিকার চাইতে পারে না। আন্দোলন করতে গেলে গুলি করে হত্যা করে। এই সরকার আমরা আর চাই না।’
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘আমাদের আন্দোলনে সবাই সাপোর্ট দিচ্ছে। এটি আর ছাত্রদের আন্দোলন নেই। এটি এখন গণমানুষের আন্দোলন। দুই শর বেশি মানুষ হত্যার বিচার চাই। এসব হত্যার সঙ্গে জড়িত সরকারই। সরকারের পদত্যাগ বা পতন ছাড়া অন্য কোনো দাবি আমাদের নেই।’
জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে আন্দরকিল্লা এলাকায়।
বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া কেউ কেউ সরকারের পদত্যাগও দাবি করছেন।
আবুল হাসনাত নামের এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শর বেশি মানুষকে হত্যা করেছে এই সরকার। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ৯ দফা দাবির পাশাপাশি এই দাবিও এখন আমাদের।’
সরকারি চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। ভোট দিতে পারে না, অধিকার চাইতে পারে না। আন্দোলন করতে গেলে গুলি করে হত্যা করে। এই সরকার আমরা আর চাই না।’
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘আমাদের আন্দোলনে সবাই সাপোর্ট দিচ্ছে। এটি আর ছাত্রদের আন্দোলন নেই। এটি এখন গণমানুষের আন্দোলন। দুই শর বেশি মানুষ হত্যার বিচার চাই। এসব হত্যার সঙ্গে জড়িত সরকারই। সরকারের পদত্যাগ বা পতন ছাড়া অন্য কোনো দাবি আমাদের নেই।’
জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে দুর্বৃত্তদের আগুনে জাতীয় পার্টির (জাপা) জেলা সদস্যসচিব মো. বশির আহমেদ হাওলাদারের গোয়ালঘর পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
৪ মিনিট আগেলক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট...
১৮ মিনিট আগেভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সাভার উপজেলা পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
২৫ মিনিট আগেজুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে নিহত আসাদুল হক বাবুর (২৪) মরদেহ দাফনের পাঁচ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিরল...
৩৩ মিনিট আগে