হালদার রাউজান অংশে ৩০০ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৬: ৫০
Thumbnail image

হালদা নদীর পূর্বপাশের রাউজান অংশে বেড়িবাঁধ না থাকায় বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এমনকি দুর্যোগ-পরবর্তী সময়ে জমে থাকা বর্জ্য গিয়ে পড়ে নদীতে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি কমিয়ে নদীর জীববৈচিত্র্য রক্ষায় হালদার রাউজান অংশে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর হাটহাজারী অংশে এর আগে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ওই অংশের বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়নের ফলে বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায় জানমাল। ফলে রাউজান অংশে বেড়িবাঁধ তৈরি করলে রাউজানবাসী উপকার পাবে। 

হালদাপাড়ে বসবাসকারী উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়্যদ আবদুল জব্বার সোহেল বলেন, বেড়িবাঁধ না থাকায় রাউজানের মানুষ প্রতি বছর বহুমুখী ক্ষতির শিকার হয়। ক্ষতি এড়াতে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী কয়েক বছর ধরে চেষ্টা করে আসছেন নিজের উপজেলার মানুষের জানমাল রক্ষায় হালদাপাড়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের। তিনি এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সার্বক্ষণিক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন। 

পাউবোর এক সূত্রে জানা গেছে, গত অর্থবছরের উন্নয়নকাজের জন্য বরাদ্দ পাওয়া পাউবোর হাতে প্রায় ৬০০ কোটি টাকার এক ফান্ড অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে। কর্তৃপক্ষ চেষ্টা করছে গুরুত্ব বিবেচনায় এই ফান্ডের একটি অংশ হালদাপাড়ের রাউজানের দিকে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে। এই প্রকল্পটি বাস্তবায়নে খরচ হতে পারে ৩২০ কোটি টাকার মতো। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবোর বেড়িবাঁধ নির্মাণের এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। মন্ত্রণালয় এটি সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. জীবন কুমার সরকারকে প্রধান করে এই প্রকল্প বাস্তবায়নে উচ্চপর্যায়ের একটি কমিটিও গঠন করেছেন। গঠিত কমিটির সদস্যরা প্রকল্প এলাকা যেকোনো সময় পরিদর্শনে আসবেন বলেও জানা গেছে। 

এ বিষয়ে পাউবোর রাঙামাটি সার্কেলের নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা বলেন, এই প্রকল্প বাস্তবায়নে গঠিত কমিটি যেকোনো সময় প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। তাঁরা বেড়িবাঁধ না থাকার কারণে কোথায় কীভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে তা দেখে নিরূপণ করবেন। পরে পর্যবেক্ষণ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবেন। 

এই প্রকৌশলী আরও বলেন, পাউবোর প্রস্তাবে আপাতত মদুনাঘাট উপজেলার উরকিরচর থেকে কাগতিয়া পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা রয়েছে। প্রকল্পের আওতায় থাকতে পারে হালদার সঙ্গে যুক্ত আটটি খাল ও পাঁচটি স্লুইচ গেট সংস্কারকাজও। এই প্রকল্প নির্মাণের কাজ শেষ হলে হালদা নদীর পাড়ের দুই উপজেলার অসংখ্য মানুষের ঘরবাড়ি, হাট-বাজার ও বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক দুর্যোগ থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত