কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম)
মাত্র এক মাস পর সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শিল্পীদের হাতের পরশে পূর্ণরূপে ফুটে উঠছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। ভক্তকুল মহালয়ার ভোরে চণ্ডীপাঠ শুনতে অধীর অপেক্ষায়। শিশিরভেজা দুর্বা ঘাসের ওপর ঝরে পড়া শিউলি কুড়ানোর সময়টায় মাতৃবন্দনায় মিলিত হবেন সবাই। আগামী ১১ অক্টোবর পঞ্চমী তিথিতে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
উৎসবের পূর্ণতা পায় যাঁদের হাতে সেসব প্রতিমাশিল্পীর এখন ব্যস্ত সময় কাটছে। প্রতিমা গড়তে গিয়ে দম ফেলার ফুরসত নেই তাদের। নির্ধারিত সময়ের মধ্যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর আর দেবীর বাহন সিংহকে গড়তে হবে।
রামকৃষ্ণ মিশনের প্রতিমালয়ে ব্যস্ত ছিলেন শিল্পী খোকন পাল। খড় আর কাদামাটির মিশ্রণে গড়া দুর্গার কাঠামোয় তিনি একাগ্রচিত্তে পূর্ণ অবয়ব দিয়ে যাচ্ছেন। সহযোগীরা ব্যস্ত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা গড়ায়। তাঁদের মতো ব্যস্ততার এ চিত্র চোখে পড়ে পটিয়ার সব প্রতিমালয়ে।
খোকন পাল বলেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিমার গড়নেও এসেছে ব্যাপক পরিবর্তন। তাই প্রতিমাশিল্পীদের অনেক বেশি সচেতন থাকতে হয়। মাথায় রাখতে হয় মন্দিরের ঐতিহ্য ও সাজসজ্জার বিষয়টিও। সেভাবেই ফুটিয়ে তোলেন প্রতিমার অবয়ব।
উপজেলার রামকৃষ্ণ মিশন, মুন্সেফ বাজার কালি বাড়ি, পল্লি মঙ্গল শিব মন্দির, গিরি চৌধুরী বাজার সৎসঙ্গ আশ্রম, চক্রশালা কালি বাড়ি, কেলিশহর দুর্গা বাড়ি, ধলঘাট নবগুহ বাড়ি ও ভট্টাচার্য হাট কালি বাড়িতে প্রতি মৌসুমে ১৫০ থেকে ৩০০টি করে দুর্গা প্রতিমা তৈরি করেন শিল্পীরা।
প্রতিমাশিল্পী গণেশ পাল বলেন, এক সময় আলাদা আলাদা কাপড় ও অলংকার দিয়ে সাজানো হতো প্রতিমা। এখন মাটি দিয়ে সবকিছু সাজানো হয়। কাপড়সহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মাটির কাজের দিকে ঝুঁকেছেন তাঁরা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পটিয়া উপজেলা শাখার সমন্বয়ক পুলক চৌধুরী বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে এবারের পূজায় উৎসবের তেমন আয়োজন থাকবে না। সরকারি বিধিনিষেধ মেনে সাত্ত্বিক পূজা, ঢাক-ঢোল, বাঁশি, কাঁসার শব্দে আরতি, ধর্মীয় সংগীতানুষ্ঠান, গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
মাত্র এক মাস পর সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শিল্পীদের হাতের পরশে পূর্ণরূপে ফুটে উঠছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। ভক্তকুল মহালয়ার ভোরে চণ্ডীপাঠ শুনতে অধীর অপেক্ষায়। শিশিরভেজা দুর্বা ঘাসের ওপর ঝরে পড়া শিউলি কুড়ানোর সময়টায় মাতৃবন্দনায় মিলিত হবেন সবাই। আগামী ১১ অক্টোবর পঞ্চমী তিথিতে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
উৎসবের পূর্ণতা পায় যাঁদের হাতে সেসব প্রতিমাশিল্পীর এখন ব্যস্ত সময় কাটছে। প্রতিমা গড়তে গিয়ে দম ফেলার ফুরসত নেই তাদের। নির্ধারিত সময়ের মধ্যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর আর দেবীর বাহন সিংহকে গড়তে হবে।
রামকৃষ্ণ মিশনের প্রতিমালয়ে ব্যস্ত ছিলেন শিল্পী খোকন পাল। খড় আর কাদামাটির মিশ্রণে গড়া দুর্গার কাঠামোয় তিনি একাগ্রচিত্তে পূর্ণ অবয়ব দিয়ে যাচ্ছেন। সহযোগীরা ব্যস্ত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা গড়ায়। তাঁদের মতো ব্যস্ততার এ চিত্র চোখে পড়ে পটিয়ার সব প্রতিমালয়ে।
খোকন পাল বলেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিমার গড়নেও এসেছে ব্যাপক পরিবর্তন। তাই প্রতিমাশিল্পীদের অনেক বেশি সচেতন থাকতে হয়। মাথায় রাখতে হয় মন্দিরের ঐতিহ্য ও সাজসজ্জার বিষয়টিও। সেভাবেই ফুটিয়ে তোলেন প্রতিমার অবয়ব।
উপজেলার রামকৃষ্ণ মিশন, মুন্সেফ বাজার কালি বাড়ি, পল্লি মঙ্গল শিব মন্দির, গিরি চৌধুরী বাজার সৎসঙ্গ আশ্রম, চক্রশালা কালি বাড়ি, কেলিশহর দুর্গা বাড়ি, ধলঘাট নবগুহ বাড়ি ও ভট্টাচার্য হাট কালি বাড়িতে প্রতি মৌসুমে ১৫০ থেকে ৩০০টি করে দুর্গা প্রতিমা তৈরি করেন শিল্পীরা।
প্রতিমাশিল্পী গণেশ পাল বলেন, এক সময় আলাদা আলাদা কাপড় ও অলংকার দিয়ে সাজানো হতো প্রতিমা। এখন মাটি দিয়ে সবকিছু সাজানো হয়। কাপড়সহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মাটির কাজের দিকে ঝুঁকেছেন তাঁরা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পটিয়া উপজেলা শাখার সমন্বয়ক পুলক চৌধুরী বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে এবারের পূজায় উৎসবের তেমন আয়োজন থাকবে না। সরকারি বিধিনিষেধ মেনে সাত্ত্বিক পূজা, ঢাক-ঢোল, বাঁশি, কাঁসার শব্দে আরতি, ধর্মীয় সংগীতানুষ্ঠান, গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
১৩ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
২৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
৪১ মিনিট আগে