জমির উদ্দিন, চট্টগ্রাম
‘গরমে পরাণ যাইলে কি হইবো, ঝড় আইলে কিন্তু ডর লাগে।’ ঝড় নিয়ে নিজের ভয়ের কথা এভাবেই জানালেন নাজমা বেগম। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় থাকেন তিনি। আশপাশের বসতি থেকে বেশ উঁচু করে নির্মিত এই সড়কেই এখন কোমর পানি। ফলে সড়কের দুপাশে থাকা বাড়িগুলোর নিচতলার কথা না বললেও চলে।
বাকলিয়া থানার সৈয়দশাহ রোড বেশ উঁচু। দু পাশের প্রতিটি বাড়ির নিচতলা থেকে উঁচু এই সড়ক। ফলে মূল সড়কে কোমর সমান পানি থাকার মানে বাসাগুলোর নিচতলা পানিতে টইটুম্বুর। তাই এসব বাসার বাসিন্দারা বৃষ্টির দিনে শঙ্কায় ভোগেন। এই নিত্য শঙ্কায় ভোগা মানুষদের একজন নাজমা বেগম।
নাজমা বেগম জানান, চট্টগ্রামে অল্প বৃষ্টিতেই বাসায় পানি ঢুকে যায়। এতে আসবাবপত্র নষ্ট হয়। আর নির্ঘুম রাত কাটে তাঁদের।
আজ শনিবার সরেজমিন যখন নাজমার সঙ্গে কথা হচ্ছিল, তখন তাঁদের শোয়ার খাট পানিতে ভাসছে। পানি থেকে বাঁচাতে বিছানাপত্র কিছু আলমারির ওপর, কিছু সানশেডে তুলে রাখা। জানা গেল সকাল থেকে রান্না হয়নি। দুপুরে সবাই মিলে হোটেলে গিয়ে খেয়েছেন।
শুধু নাজমা বেগম নন, চকবাজার হয়ে কেবি আমান আলী রোড থেকে রাহাত্তারপুল পর্যন্ত প্রায় প্রত্যেকের নিচতলা ডুবে গেছে। বড়মিয়া মসজিদের নিচতলায়ও পানি উঠেছে। মুসল্লিরা এখন নামাজ পড়ছেন ওপরতলায়।
চট্টগ্রামে শনিবার মাত্র ৩ ঘণ্টা বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। খুব কি বৃষ্টি হয়েছে? না, মাত্র ৪৮ মিলিমিটার। কেবি আমান আলী রোড ছাড়াও চট্টগ্রাম দুই নম্বর গেট, বাদুরতলা, জঙ্গি শাহ মাজার গেট, হারেজ শাহ মাজার গেট, বড় গ্যারেজ, ডিসি সড়কসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ওই সব জায়গা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। সড়কের পাশাপাশি বিভিন্ন এলাকার বাসা ও দোকানেও ঢুকে পড়েছে পানি। নালা আটকে থাকায় বিভিন্ন উঁচু এলাকার সড়কেও পানি জমতে দেখা গেছে। ফলে বর্ষার আগেই অনিয়মিত এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।
সিটি করপোরেশনের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোবারক আলী বলেন, সিটি করপোরেশনের সঙ্গে সিডিএর একটি চুক্তি হয়েছিল। কথা ছিল, বর্ষার আগে চাক্তাই খাল, মির্জা খাল, টেকপাড়া খালসহ আরও কয়েকটি খালের বাঁধ তারা খুলে দেবে। কিন্তু সেগুলো এখনো খুলে না দেওয়ায় সামন্য বৃষ্টিতে পানি জমে নিচু এলাকা প্লাবিত হয়েছে। যদিও এখন বর্ষাকাল নয়। আশা করি তারা বর্ষার আগেই বাঁধগুলো খুলে দেবে।’
‘গরমে পরাণ যাইলে কি হইবো, ঝড় আইলে কিন্তু ডর লাগে।’ ঝড় নিয়ে নিজের ভয়ের কথা এভাবেই জানালেন নাজমা বেগম। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় থাকেন তিনি। আশপাশের বসতি থেকে বেশ উঁচু করে নির্মিত এই সড়কেই এখন কোমর পানি। ফলে সড়কের দুপাশে থাকা বাড়িগুলোর নিচতলার কথা না বললেও চলে।
বাকলিয়া থানার সৈয়দশাহ রোড বেশ উঁচু। দু পাশের প্রতিটি বাড়ির নিচতলা থেকে উঁচু এই সড়ক। ফলে মূল সড়কে কোমর সমান পানি থাকার মানে বাসাগুলোর নিচতলা পানিতে টইটুম্বুর। তাই এসব বাসার বাসিন্দারা বৃষ্টির দিনে শঙ্কায় ভোগেন। এই নিত্য শঙ্কায় ভোগা মানুষদের একজন নাজমা বেগম।
নাজমা বেগম জানান, চট্টগ্রামে অল্প বৃষ্টিতেই বাসায় পানি ঢুকে যায়। এতে আসবাবপত্র নষ্ট হয়। আর নির্ঘুম রাত কাটে তাঁদের।
আজ শনিবার সরেজমিন যখন নাজমার সঙ্গে কথা হচ্ছিল, তখন তাঁদের শোয়ার খাট পানিতে ভাসছে। পানি থেকে বাঁচাতে বিছানাপত্র কিছু আলমারির ওপর, কিছু সানশেডে তুলে রাখা। জানা গেল সকাল থেকে রান্না হয়নি। দুপুরে সবাই মিলে হোটেলে গিয়ে খেয়েছেন।
শুধু নাজমা বেগম নন, চকবাজার হয়ে কেবি আমান আলী রোড থেকে রাহাত্তারপুল পর্যন্ত প্রায় প্রত্যেকের নিচতলা ডুবে গেছে। বড়মিয়া মসজিদের নিচতলায়ও পানি উঠেছে। মুসল্লিরা এখন নামাজ পড়ছেন ওপরতলায়।
চট্টগ্রামে শনিবার মাত্র ৩ ঘণ্টা বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। খুব কি বৃষ্টি হয়েছে? না, মাত্র ৪৮ মিলিমিটার। কেবি আমান আলী রোড ছাড়াও চট্টগ্রাম দুই নম্বর গেট, বাদুরতলা, জঙ্গি শাহ মাজার গেট, হারেজ শাহ মাজার গেট, বড় গ্যারেজ, ডিসি সড়কসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ওই সব জায়গা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। সড়কের পাশাপাশি বিভিন্ন এলাকার বাসা ও দোকানেও ঢুকে পড়েছে পানি। নালা আটকে থাকায় বিভিন্ন উঁচু এলাকার সড়কেও পানি জমতে দেখা গেছে। ফলে বর্ষার আগেই অনিয়মিত এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।
সিটি করপোরেশনের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোবারক আলী বলেন, সিটি করপোরেশনের সঙ্গে সিডিএর একটি চুক্তি হয়েছিল। কথা ছিল, বর্ষার আগে চাক্তাই খাল, মির্জা খাল, টেকপাড়া খালসহ আরও কয়েকটি খালের বাঁধ তারা খুলে দেবে। কিন্তু সেগুলো এখনো খুলে না দেওয়ায় সামন্য বৃষ্টিতে পানি জমে নিচু এলাকা প্লাবিত হয়েছে। যদিও এখন বর্ষাকাল নয়। আশা করি তারা বর্ষার আগেই বাঁধগুলো খুলে দেবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে