পাহাড়ের লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণে প্রশিক্ষণ শুরু 

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১৬: ৩৩

পাহাড়ে লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বাড়াতে রাঙামাটির ১০ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

আজ বুধবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল।

এ সময় তিনি বলেন, বিগত সময়ে চেয়ে পার্বত্য চট্টগ্রামে লেবু জাতীয় ফলের চাষ বেড়েছে। এক সময় নির্দিষ্ট এলাকায় এসব লেবু জাতীয় ফল চাষ হলেও এখন সবখানে চাষ হচ্ছে। এতে করে চাষিরা লাভবান হচ্ছে।

তপন কুমার পাল আরও বলেন, রাঙামাটির নানিয়াচরের কমলা এখন পুরো দেশে জনপ্রিয় কমলা হিসেবে পরিচিতি। পাশাপাশি লেবু, জাম্বুরার উৎপাদন বেড়েছে। এসব লেবু জাতীয় ফল স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। পাহাড়ে যেহেতু অনাবাদি জমি পড়ে আছে সেগুলোতে লেবু জাতীয় ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। কারণ এ লেবুজাতীয় ফল চাষ এখন লাভজনক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মারমা, রাঙামাটি বনরুপা হর্টিকালচারে উপপরিচালক কাজী শফিকুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত