১২ বছর পর সরানো হলো ৯৩ টন অতি দাহ্য রাসায়নিক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১০: ৩২
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে ১২ বছর ধরে পড়ে থাকা ৯৩ টন অতি দাহ্য ‘সোডিয়াম গ্লাইসেরোলেট’ খালাস করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি সাপেক্ষে নিলামের মাধ্যমে গত রোববার ৪টি কনটেইনারে থাকা এসব দাহ্য পদার্থ বন্দর থেকে সরিয়ে ফেলা হয়। নিলামে ৪১ লাখ টাকায় এই পণ্য কিনেছে মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি। সোডিয়াম গ্লাইসেরোলেটের ওই চালান ২০১২ সালে দেশে এলেও আইনগত জটিলতায় খালাস করা সম্ভব হয়নি।

বন্দর সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর বন্দর-কাস্টম যৌথ সভায় বিষয়টি নিষ্পত্তিতে এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ চান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। পরে এনবিআর চেয়ারম্যান বিপজ্জনক পণ্যের চালানটির চ্যালেঞ্জগুলো দ্রুত নিষ্পত্তি করে কনটেইনারগুলো খালাসের ব্যবস্থা নিতে কাস্টমস সদস্য ও কমিশনারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে নিলামের মাধ্যমে ৪১ লাখ টাকা দর দেওয়া মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি ২৭ অক্টোবর এসব পণ্য খালাস করে নিয়ে যায়।

গত বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টম জানায়, চারটি কনটেইনারে থাকা ৯৩ টন ‘অতি দাহ্য’ সোডিয়াম গ্লাইসেরোলেট দ্রুত সরানো না হলে চট্টগ্রাম বন্দরের অবস্থা ‘লেবাননের বৈরুতের মতো হতে পারে’ বলে ১ অক্টোবর অনুষ্ঠিত যৌথ সভায় সতর্ক করেন বন্দর চেয়ারম্যান। এরপর এনবিআরের সিদ্ধান্তে কনটেইনারগুলো নিলামে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়।

কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘ওই কনটেইনারগুলো খালাস করতে পারায় আমাদের সবার একটু স্বস্তি লাগছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত