বাপ্পী শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার)
চারদিকে গর্জনগাছ ঘেরা একটি হাসপাতাল। প্রবেশ করতেই পশু-পাখির শব্দ কানে ভেসে আসে। সেখানে মানুষ নয়, প্রাণীদের চিকিৎসা হয়। এটি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতাল।
এক মাস বয়সী একটি হস্তীশাবক কাদা মাটিতে আটকে পড়া থেকে উদ্ধার করে ঠাঁই হয় এ হাসপাতালে। পার্ক কর্তৃপক্ষ শাবকটির নাম রেখেছে ‘বীর বাহাদুর। শাবকটি এক বছর তিন মাস ধরে হাসপাতালের শেডে বড় হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বীর বাহাদুর খুনসুটি, দৌড়াদৌড়ি ও খেলতে পছন্দ করে। এক মাস বয়স থেকে মাহুতের কাছে বড় হচ্ছে। এ শাবকের লালন-পালন করছেন পার্কের মাহুত সুশীল। ছোট থেকে মায়া–মমতায় বড় হওয়ায় শাবকটির মা-বাবা এই মাহুত।
পার্ক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ অক্টোবর বনের ভেতর কাদা মাটিতে আটকে পড়া এক মাস বয়সী শাবকটি চট্টগ্রাম বাঁশখালী উপজেলার জলদি বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের একটি দল উদ্ধার করে। এরপর লালন–পালনের জন্য সাফারি পার্কে পাঠান। চিকিৎসা শেষে হাসপাতালটির শেডে বীর বাহাদুরকে রাখা হয়।
মাহুত সুশীল চাকমা বলেন, ‘২০০৫ সাল থেকে হাতির মাহুত হিসেবে কাজ করছি। মা ছাড়া হাতিকে লালন–পালন করা খুবই কষ্টের। একদম একটি শিশুর মতো আদর-স্নেহ দিয়ে বড় করতে হয়। পার্কের বন্য প্রাণী হাসপাতালের কোয়ারেন্টিন সেন্টারে ১৪ মাস ধরে আছে। সারা দিন লাফালাফি ও খুনসুটিতে দিন পার করে বীর বাহাদুর। নিয়ম মেনে প্রতিদিন গোসল, খাবার ও ব্যায়াম করানো হয়। এখন শাবকটি স্বাস্থ্যবান হয়েছে। আরও ১ বছর নিয়মিত দুধ পান করাতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, ‘শাবকটি যখন পার্কে আনা হয়, তখন শারীরিকভাবে খুবই দুর্বল ছিল। পরিচর্যা করে সুস্থ করতে বেশ বেগ পোহাতে হয়েছে। শাবকের “বীর বাহাদুর” নামে নামকরণ করা হয়। এখন বয়স হয়েছে এক বছর চার মাস। শাবকটি প্রায় এক মাস বয়সে পার্কে আনা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘হস্তীশাবককে প্রতিদিন ল্যাকট্রোজেন-২ খাওয়ানো হয় ৮ প্যাকেট। এ ছাড়া ১ কেজি গাজর, ৫ কেজি মিষ্টি কুমড়া, ২ কেজি শসা ও ৫০টি কলা খাবার তালিকায় রাখা হয়। পার্কের হাসপাতালে চিকিৎসা শেষে আরও একটি হস্তীশাবক বড় হচ্ছেন।’
মাজহারুল ইসলাম আরও বলেন, ‘টেকনাফের বনাঞ্চলে গত ৫ জানুয়ারি প্রসবকালীন একটি মা হাতি মারা গেলে এক দিন বয়সী পুরুষ লিঙ্গের একটি হস্তীশাবক পার্কে হাসপাতালে প্রেরণ করে বন বিভাগ। বর্তমানে হাতি শাবকটি সুস্থ রয়েছে। নিয়মিত দুধ পান করানো হচ্ছে। পার্কের হাসপাতালে এক দিনের হস্তীশাবক লালন–পালনের অভিজ্ঞতা এই প্রথম। শাবকটির নামকরণও এখনো করা হয়নি।’
২ হাজার ২৫০ একর বনাঞ্চলে গড়ে তোলা হয় দেশের প্রথম এই সাফারি পার্ক। ২০০১ সালের ১৯ জানুয়ারি দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের যাত্রা শুরু হয়। ১৯৮০ সালে এটি হরিণ প্রজননকেন্দ্র ছিল। বর্তমানে পার্কের বিভিন্ন বেষ্টনীতে বাঘ, সিংহ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, জলহস্তী, ময়ূর, কুমির, হাতি, ভালুক, হরিণ, লামচিতা, শকুন, অজগর, কচ্ছপ, রাজ ধনেশ, কাক ধনেশ, ইগল, সাদা বক, রঙিলা বক, সারস, মথুরা, নিশিবক, কানিবক, বন গরুসহ নানা প্রজাতির প্রাণী আবদ্ধ অবস্থায় আছে।
চারদিকে গর্জনগাছ ঘেরা একটি হাসপাতাল। প্রবেশ করতেই পশু-পাখির শব্দ কানে ভেসে আসে। সেখানে মানুষ নয়, প্রাণীদের চিকিৎসা হয়। এটি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতাল।
এক মাস বয়সী একটি হস্তীশাবক কাদা মাটিতে আটকে পড়া থেকে উদ্ধার করে ঠাঁই হয় এ হাসপাতালে। পার্ক কর্তৃপক্ষ শাবকটির নাম রেখেছে ‘বীর বাহাদুর। শাবকটি এক বছর তিন মাস ধরে হাসপাতালের শেডে বড় হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বীর বাহাদুর খুনসুটি, দৌড়াদৌড়ি ও খেলতে পছন্দ করে। এক মাস বয়স থেকে মাহুতের কাছে বড় হচ্ছে। এ শাবকের লালন-পালন করছেন পার্কের মাহুত সুশীল। ছোট থেকে মায়া–মমতায় বড় হওয়ায় শাবকটির মা-বাবা এই মাহুত।
পার্ক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ অক্টোবর বনের ভেতর কাদা মাটিতে আটকে পড়া এক মাস বয়সী শাবকটি চট্টগ্রাম বাঁশখালী উপজেলার জলদি বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের একটি দল উদ্ধার করে। এরপর লালন–পালনের জন্য সাফারি পার্কে পাঠান। চিকিৎসা শেষে হাসপাতালটির শেডে বীর বাহাদুরকে রাখা হয়।
মাহুত সুশীল চাকমা বলেন, ‘২০০৫ সাল থেকে হাতির মাহুত হিসেবে কাজ করছি। মা ছাড়া হাতিকে লালন–পালন করা খুবই কষ্টের। একদম একটি শিশুর মতো আদর-স্নেহ দিয়ে বড় করতে হয়। পার্কের বন্য প্রাণী হাসপাতালের কোয়ারেন্টিন সেন্টারে ১৪ মাস ধরে আছে। সারা দিন লাফালাফি ও খুনসুটিতে দিন পার করে বীর বাহাদুর। নিয়ম মেনে প্রতিদিন গোসল, খাবার ও ব্যায়াম করানো হয়। এখন শাবকটি স্বাস্থ্যবান হয়েছে। আরও ১ বছর নিয়মিত দুধ পান করাতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, ‘শাবকটি যখন পার্কে আনা হয়, তখন শারীরিকভাবে খুবই দুর্বল ছিল। পরিচর্যা করে সুস্থ করতে বেশ বেগ পোহাতে হয়েছে। শাবকের “বীর বাহাদুর” নামে নামকরণ করা হয়। এখন বয়স হয়েছে এক বছর চার মাস। শাবকটি প্রায় এক মাস বয়সে পার্কে আনা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘হস্তীশাবককে প্রতিদিন ল্যাকট্রোজেন-২ খাওয়ানো হয় ৮ প্যাকেট। এ ছাড়া ১ কেজি গাজর, ৫ কেজি মিষ্টি কুমড়া, ২ কেজি শসা ও ৫০টি কলা খাবার তালিকায় রাখা হয়। পার্কের হাসপাতালে চিকিৎসা শেষে আরও একটি হস্তীশাবক বড় হচ্ছেন।’
মাজহারুল ইসলাম আরও বলেন, ‘টেকনাফের বনাঞ্চলে গত ৫ জানুয়ারি প্রসবকালীন একটি মা হাতি মারা গেলে এক দিন বয়সী পুরুষ লিঙ্গের একটি হস্তীশাবক পার্কে হাসপাতালে প্রেরণ করে বন বিভাগ। বর্তমানে হাতি শাবকটি সুস্থ রয়েছে। নিয়মিত দুধ পান করানো হচ্ছে। পার্কের হাসপাতালে এক দিনের হস্তীশাবক লালন–পালনের অভিজ্ঞতা এই প্রথম। শাবকটির নামকরণও এখনো করা হয়নি।’
২ হাজার ২৫০ একর বনাঞ্চলে গড়ে তোলা হয় দেশের প্রথম এই সাফারি পার্ক। ২০০১ সালের ১৯ জানুয়ারি দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের যাত্রা শুরু হয়। ১৯৮০ সালে এটি হরিণ প্রজননকেন্দ্র ছিল। বর্তমানে পার্কের বিভিন্ন বেষ্টনীতে বাঘ, সিংহ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, জলহস্তী, ময়ূর, কুমির, হাতি, ভালুক, হরিণ, লামচিতা, শকুন, অজগর, কচ্ছপ, রাজ ধনেশ, কাক ধনেশ, ইগল, সাদা বক, রঙিলা বক, সারস, মথুরা, নিশিবক, কানিবক, বন গরুসহ নানা প্রজাতির প্রাণী আবদ্ধ অবস্থায় আছে।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ছয় ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার রাতে কাজিরহাট রুটে দুটি ও পাটুরিয়ায় তিনটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে...
৩৭ মিনিট আগেফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে দুপাশে ঘন গজারি বন। গাছপালা কেটে বনভূমি উজাড় ও জবরদখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সংশ্লিষ্টদের তোয়াক্কা না করে রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী। উপজেলা প্রশাসন এই কাজ দ্রুত বন্ধের কথা জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। এ
৯ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে কোটচাঁদপুরের সামাউল ইসলাম ও তাঁর পরিবারের। অর্থনৈতিক সংকটের কারণে তাঁর মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৯ ঘণ্টা আগে