Ajker Patrika

বিএনপির নেতার নেতৃত্বে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে বিএনপির নেতার নেতৃত্বে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারে বিএনপির নেতার নেতৃত্বে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার শহরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপির নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানকে এলাকাবাসী ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, সংঘবদ্ধ এলাকাবাসীর বাধার কারণে পুলিশ আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে।

আজ রোববার বিকেলে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে এ ঘটনা ঘটেছে।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল মান্নান জেলা বিএনপির সদস্য (বহিষ্কৃত) আক্তার কামালের ছোট ভাই। আব্দুল মান্নান কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।

সন্ধ্যায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত এবং প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের একটি দল স্বেচ্ছাসেববক লীগ নেতা আব্দুল মান্নানকে সমুদ্রসৈকতের কবিতা চত্বর থেকে গ্রেপ্তার করে। পরে তাকে কবিতা চত্বর সড়কে নিয়ে এলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (পূর্ব শাখা) নূর উদ্দিন, মোহাম্মদ গুরা মিয়া ও কামাল বহাদ্দারসহ ২০-৩০ জন পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে আব্দুল মান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

পরে সেখানে পৌঁছান আকতার কামাল। তখন পুলিশকে ধাক্কা দিয়ে তিনি ছোট ভাই আব্দুল মান্নানকে ছিনিয়ে নেন।

আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে আকতার কামাল বলেন, ‘আমার ভাই কোনো মামলার আসামি নন। পুলিশ সন্দেহের বশে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এর বাইরে আর কিছু ঘটেনি।’

এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর উদ্দিন বলেন, ‘আমি অসুস্থ। এসবের কিছুই জানি না।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, অভিযানে পুলিশের সদস্যসংখ্যা কম ছিল। এ কারণে ব্যারিকেড না দিয়ে পুলিশ ফিরে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত