বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ এর এক সদস্য খুন হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার পর বান্দরবান সদরের টংকাবতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুনর্বাসন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহতের নাম জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৩)। জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, তাঁর জন্ম ১৯৮৯ সালের ১০ মার্চ। তাঁর পিতার নাম রাম তঞ্চঙ্গ্যা, তিনি বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের থাংলুপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সমর্থক।
স্থানীয় সূত্র জানায়, জলন্ত তঞ্চঙ্গ্যা টংকাবতীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে আজ মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল যোগে বান্দরবান সদরের দিকে আসার সময় এ ঘটনার শিকার হন। সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি করেই পালিয়ে যায়। জলন্তের মোটরসাইকেল আরও এক আরোহী ছিলেন। জলন্ত তঞ্চঙ্গ্যা গুলিতে মারা গেলেও সঙ্গের আরোহীর অবস্থা বা পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এদিকে গুলিতে একজন নিহতের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে নিহত জলন্ত তঞ্চঙ্গ্যার মরদেহ উদ্ধার করে। তাঁর ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা আজকের পত্রিকাকে বলেন, নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা তাঁদের দলের (ইউপিডিএফ) সমর্থক। তিনি জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস এর বান্দরবানে ‘কালেক্টর’ (চাঁদা সংগ্রহকারী) ছিলেন। গত এক বছর আগে তিনি জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং ইউপিডিএফ এ যোগ দিয়ে সমর্থক হিসেবে কাজ করছেন।
তিনি বলেন, ইউপিডিএফ ধারণা করছে জলন্ত তঞ্চঙ্গ্যা জেএসএস ছেড়ে ইউপিডিএফ এ যোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জেএসএসের লোকজন তাঁকে (জলন্ত) গুলি করতে পারে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্গম এলাকার কারণে সেখানে যেতে বিলম্ব হয়।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, একজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বান্দরবানে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ক্ষমতার দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস মূল (সন্তু লারমা গ্রুপ) ও ইউপিডিএফ- গণতান্ত্রিক এবং কথিত মগ পার্টি সংঘাতে জড়িয়ে পড়ে। তারা একে অপরের ওপর সশস্ত্র হামলা চালিয়ে খুন ও অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছে। গত এক মাসে বান্দরবানে তিনটি সংগঠনের সংঘাতে অন্তত ১৫ জন খুন হয়। সর্বশেষ গত ৫ মার্চ বান্দরবানের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের নয়াপাড়া এলাকার মগ পার্টির সদস্যরা জেএসএস সদস্য উনুমং মারমার ওপর গুলি করে। পরে তারা তাকে ধরে নিয়ে যায়। শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ওইদিনই (৫ মার্চ) পাল্টা হামলা হিসেবে জেএসএস মূল (সন্তু লারমা) দলের সশস্ত্র সদস্যরা রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে মগ পার্টির ওপর গুলি বর্ষণ করলে মগ পার্টির চার সদস্যরা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ সুপার জেরিন আখতার সন্ত্রাসীর গুলিতে চারজন মারা যাওয়ার কথা স্বীকার করলেও কারা গুলি করে চারজনকে মেরেছে, এবং মৃতরা মগ পার্টি বা তাদের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান। পরে ৭ মার্চ নিহত চারজনের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে বান্দরবান পৌরসভার মাধ্যমে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে সৎকার করা হয়।
বান্দরবানের টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ এর এক সদস্য খুন হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার পর বান্দরবান সদরের টংকাবতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুনর্বাসন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহতের নাম জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৩)। জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, তাঁর জন্ম ১৯৮৯ সালের ১০ মার্চ। তাঁর পিতার নাম রাম তঞ্চঙ্গ্যা, তিনি বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের থাংলুপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সমর্থক।
স্থানীয় সূত্র জানায়, জলন্ত তঞ্চঙ্গ্যা টংকাবতীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে আজ মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল যোগে বান্দরবান সদরের দিকে আসার সময় এ ঘটনার শিকার হন। সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি করেই পালিয়ে যায়। জলন্তের মোটরসাইকেল আরও এক আরোহী ছিলেন। জলন্ত তঞ্চঙ্গ্যা গুলিতে মারা গেলেও সঙ্গের আরোহীর অবস্থা বা পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এদিকে গুলিতে একজন নিহতের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে নিহত জলন্ত তঞ্চঙ্গ্যার মরদেহ উদ্ধার করে। তাঁর ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা আজকের পত্রিকাকে বলেন, নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা তাঁদের দলের (ইউপিডিএফ) সমর্থক। তিনি জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস এর বান্দরবানে ‘কালেক্টর’ (চাঁদা সংগ্রহকারী) ছিলেন। গত এক বছর আগে তিনি জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং ইউপিডিএফ এ যোগ দিয়ে সমর্থক হিসেবে কাজ করছেন।
তিনি বলেন, ইউপিডিএফ ধারণা করছে জলন্ত তঞ্চঙ্গ্যা জেএসএস ছেড়ে ইউপিডিএফ এ যোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জেএসএসের লোকজন তাঁকে (জলন্ত) গুলি করতে পারে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্গম এলাকার কারণে সেখানে যেতে বিলম্ব হয়।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, একজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বান্দরবানে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ক্ষমতার দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস মূল (সন্তু লারমা গ্রুপ) ও ইউপিডিএফ- গণতান্ত্রিক এবং কথিত মগ পার্টি সংঘাতে জড়িয়ে পড়ে। তারা একে অপরের ওপর সশস্ত্র হামলা চালিয়ে খুন ও অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছে। গত এক মাসে বান্দরবানে তিনটি সংগঠনের সংঘাতে অন্তত ১৫ জন খুন হয়। সর্বশেষ গত ৫ মার্চ বান্দরবানের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের নয়াপাড়া এলাকার মগ পার্টির সদস্যরা জেএসএস সদস্য উনুমং মারমার ওপর গুলি করে। পরে তারা তাকে ধরে নিয়ে যায়। শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ওইদিনই (৫ মার্চ) পাল্টা হামলা হিসেবে জেএসএস মূল (সন্তু লারমা) দলের সশস্ত্র সদস্যরা রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে মগ পার্টির ওপর গুলি বর্ষণ করলে মগ পার্টির চার সদস্যরা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ সুপার জেরিন আখতার সন্ত্রাসীর গুলিতে চারজন মারা যাওয়ার কথা স্বীকার করলেও কারা গুলি করে চারজনকে মেরেছে, এবং মৃতরা মগ পার্টি বা তাদের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান। পরে ৭ মার্চ নিহত চারজনের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে বান্দরবান পৌরসভার মাধ্যমে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে সৎকার করা হয়।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৪০ মিনিট আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগে