Ajker Patrika

  চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি, কাউন্সিলরের পক্ষে-বিপক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি, কাউন্সিলরের পক্ষে-বিপক্ষে মানববন্ধন

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী দুটি সংগঠন। অন্যদিকে কাউন্সিলর ষড়যন্ত্রের শিকার দাবি করে একই দিন তাঁর পক্ষে মানববন্ধন করে আরেকটি পক্ষ। 

আজ রোববার বেলা ১২টায় নগরীর খুলশীর জাকির হোসেন রোডের পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন করা করে বাংলাদেশ পরিবেশ আইনবিদসহ (বেলা) দুটি পরিবেশবাদী দুটি সংগঠন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সহসভাপতি লোকমান হোসেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সরওয়ার মোরশেদ কচি ও যুগ্ম আহ্বায়ক এরশাদ মামুনসহ অন্যান্যরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি, পরিবেশ ধ্বংস করা এবং পাহাড় ধসে প্রাণহানির সকল কারণই পরিবেশ বিনষ্টকারী ‘গডফাদার’ জহুরুল আলম জসিম। তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নইলে পরিবেশ বিধ্বংসী কাজ চলতে থাকবে। 

অন্যদিকে কাউন্সিলর ষড়যন্ত্রের শিকার দাবি করে একই দিন তাঁর পক্ষে মানববন্ধন করে আরেকটি পক্ষঅন্যদিকে একই দিন পরিবেশ অধিদপ্তরের সামনেই সকাল ১১টায় জহুরুল আলম জসিমের পক্ষে মানববন্ধন করা হয়েছে। এই মানববন্ধনে বক্তারা জহুরুল আলম জসিম ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। পাহাড়তলী ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সেলিম বাদশা, ইসমাইল হোসেন ও মোহাম্মদ ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, পাহাড় কাটার অভিযুক্তের তালিকায় কাউন্সিলর জসিমের নাম বহু আগে থেকেই। চট্টগ্রামে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলা হয় গত ২৬ ফেব্রুয়ারি। সর্বশেষ গত ৭ এপ্রিল চট্টগ্রাম আকবরশাহ এলাকায় পাহাড় ধসে একজন নিহতের ঘটনায় আবারও উঠে এসেছে তাঁর নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত