নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মাহে রমজানের আগে চট্টগ্রাম নিউ মার্কেটে একটি দোকান থেকে এক জোড়া জুতা কিনেছিলেন মো. জসিম উদ্দিন। তখন ওই জুতার দাম ছিল ৯৫০ টাকা। গতকাল তাঁর ভাইয়ের জন্য একই জুতা কিনতে গিয়ে দেখেন, গায়ে দাম লাগানো হয়েছে ১ হাজার ৫৫০ টাকা। মাত্র ১৭ দিনের ব্যবধানে দামের এমন তফাতে তাঁর চক্ষু চড়কগাছ। শুধু জুতা নয়, ঈদ উপলক্ষে নিউমার্কেটে সব পোশাকে দাম বাড়তি। এতে ক্রেতাদের মধ্যে বিরক্তিভাব দেখা গেছে।
মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রমজানের কয়েক দিন আগে নিউমার্কেটে যে জুতা ৯৫০ টাকায় কিনেছিলাম, সেটির দাম এখন ১ হাজার ৫৫০ টাকা। দেড় হাজার টাকার নিচে ভালো মানের কোনো পোশাক পাওয়া যাচ্ছে না। এমন অবস্থা হলে পরিবারের সবার জন্য ঈদের বাজার করা কঠিন হয়ে যাবে।’
সরেজমিন দেখা গেছে, নিউমার্কেটের নিচে রয়েছে শৈল্পিক ব্র্যান্ডের শোরুম। দ্বিতীয় তলায় জুতার দোকান। পোশাকের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের কুর্তি ও লেহেঙ্গা। সর্বোচ্চ পাঁচ-ছয় হাজার টাকা দামের শার্ট যেমন রয়েছে, তেমনি আট-দশ হাজার টাকা দামের পাঞ্জাবিও রয়েছে। মেয়েদের জামা-কাপড়ের দামও তিন হাজার টাকার নিচে নেই।
নগরের চকবাজার কাঁচাবাজার এলাকার ব্যবসায়ী আবু তৈয়ব। তিন ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে নিউমার্কেটে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক বছর আগেও দামের এ রকম তফাত ছিল না। কিন্তু এখন সব ধরনের পোশাকের দাম বাড়তি। দাম বাড়তি হওয়া আগে যেখানে দুটি জামা কিনতাম, এখন কিনছি একটি।’ শুধু নিউমার্কেট নয়, চট্টগ্রামের টেরিবাজার, হকার্স মার্কেট, সানমার ও চট্টগ্রাম শপিং কমপ্লেক্সসহ সব মার্কেটে পোশাকের দাম বেশি।
ক্রেতাদের কেউ কেউ অভিযোগ করেছেন, ঈদ উপলক্ষে পোশাকে নতুন করে দামের বাড়তি স্টিকার লাগিয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ডলারের দাম বাড়ার কারণে পোশাকের দাম বেড়েছে।
সানমারে শৈল্পিক দোকানের ব্যবস্থাপক আবুল কালাম বলেন, ‘পোশাকের দাম গত ছয় মাস ধরে বাড়তি। বাড়তি দামে কাপড় কিনতে হচ্ছে, তাই বাড়তি দামে বিক্রি। নতুন স্টিকার লাগানোর প্রশ্নই উঠে না।’
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সগির আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা আর লকডাউনে গত কয়েক বছর ব্যবসায়ীরা লোকসান দিয়েছে। এ বছর করোনা না থাকলেও বিশ্বব্যাপী অস্থিরতার কারণে সবকিছুর দাম বাড়তি। কাপড়ের দামও তাই একটু বেড়েছে। এরপরও বাড়তি দাম যাতে না নেয়, সে জন্য প্রতিটি দোকান মনিটরিং করছি।’
চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারের জন্য বিখ্যাত টেরিবাজার। এখানকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোছাইন আজকের পত্রিকাকে বলেন, ‘টেরিবাজারে ১১০টি মার্কেটে দোকানের সংখ্যা প্রায় তিন হাজার। সাহ্রির আগ পর্যন্ত দোকানে বিকিকিনি হচ্ছে। এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দুবাই ও থাইল্যান্ড থেকে ব্যবসায়ীরা ঈদে বিক্রির জন্য এখানে কাপড় নিয়ে এসেছেন।’
আহমদ হোছাইন আরও বলেন, ছোট দোকানগুলো ন্যূনতম ২০ থেকে ৫০ লাখ এবং মেগা শপগুলো কোটি টাকার ওপরে বিনিয়োগ করেছেন তাঁরা। ডলারের বাড়তি দামের কারণে কাপড়ের দাম কিছুটা বেড়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক রানা দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নেওয়ার অভিযোগ পেয়েছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। গত বছর নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়তি নেওয়ার প্রমাণ পেয়েছিলাম। এবার এখন পর্যন্ত নতুন স্টিকার লাগানোর প্রমাণ পাইনি। তবুও কোনো ক্রেতা নির্দিষ্ট করে অভিযোগ দিলে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
মাহে রমজানের আগে চট্টগ্রাম নিউ মার্কেটে একটি দোকান থেকে এক জোড়া জুতা কিনেছিলেন মো. জসিম উদ্দিন। তখন ওই জুতার দাম ছিল ৯৫০ টাকা। গতকাল তাঁর ভাইয়ের জন্য একই জুতা কিনতে গিয়ে দেখেন, গায়ে দাম লাগানো হয়েছে ১ হাজার ৫৫০ টাকা। মাত্র ১৭ দিনের ব্যবধানে দামের এমন তফাতে তাঁর চক্ষু চড়কগাছ। শুধু জুতা নয়, ঈদ উপলক্ষে নিউমার্কেটে সব পোশাকে দাম বাড়তি। এতে ক্রেতাদের মধ্যে বিরক্তিভাব দেখা গেছে।
মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রমজানের কয়েক দিন আগে নিউমার্কেটে যে জুতা ৯৫০ টাকায় কিনেছিলাম, সেটির দাম এখন ১ হাজার ৫৫০ টাকা। দেড় হাজার টাকার নিচে ভালো মানের কোনো পোশাক পাওয়া যাচ্ছে না। এমন অবস্থা হলে পরিবারের সবার জন্য ঈদের বাজার করা কঠিন হয়ে যাবে।’
সরেজমিন দেখা গেছে, নিউমার্কেটের নিচে রয়েছে শৈল্পিক ব্র্যান্ডের শোরুম। দ্বিতীয় তলায় জুতার দোকান। পোশাকের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের কুর্তি ও লেহেঙ্গা। সর্বোচ্চ পাঁচ-ছয় হাজার টাকা দামের শার্ট যেমন রয়েছে, তেমনি আট-দশ হাজার টাকা দামের পাঞ্জাবিও রয়েছে। মেয়েদের জামা-কাপড়ের দামও তিন হাজার টাকার নিচে নেই।
নগরের চকবাজার কাঁচাবাজার এলাকার ব্যবসায়ী আবু তৈয়ব। তিন ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে নিউমার্কেটে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক বছর আগেও দামের এ রকম তফাত ছিল না। কিন্তু এখন সব ধরনের পোশাকের দাম বাড়তি। দাম বাড়তি হওয়া আগে যেখানে দুটি জামা কিনতাম, এখন কিনছি একটি।’ শুধু নিউমার্কেট নয়, চট্টগ্রামের টেরিবাজার, হকার্স মার্কেট, সানমার ও চট্টগ্রাম শপিং কমপ্লেক্সসহ সব মার্কেটে পোশাকের দাম বেশি।
ক্রেতাদের কেউ কেউ অভিযোগ করেছেন, ঈদ উপলক্ষে পোশাকে নতুন করে দামের বাড়তি স্টিকার লাগিয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ডলারের দাম বাড়ার কারণে পোশাকের দাম বেড়েছে।
সানমারে শৈল্পিক দোকানের ব্যবস্থাপক আবুল কালাম বলেন, ‘পোশাকের দাম গত ছয় মাস ধরে বাড়তি। বাড়তি দামে কাপড় কিনতে হচ্ছে, তাই বাড়তি দামে বিক্রি। নতুন স্টিকার লাগানোর প্রশ্নই উঠে না।’
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সগির আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা আর লকডাউনে গত কয়েক বছর ব্যবসায়ীরা লোকসান দিয়েছে। এ বছর করোনা না থাকলেও বিশ্বব্যাপী অস্থিরতার কারণে সবকিছুর দাম বাড়তি। কাপড়ের দামও তাই একটু বেড়েছে। এরপরও বাড়তি দাম যাতে না নেয়, সে জন্য প্রতিটি দোকান মনিটরিং করছি।’
চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারের জন্য বিখ্যাত টেরিবাজার। এখানকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোছাইন আজকের পত্রিকাকে বলেন, ‘টেরিবাজারে ১১০টি মার্কেটে দোকানের সংখ্যা প্রায় তিন হাজার। সাহ্রির আগ পর্যন্ত দোকানে বিকিকিনি হচ্ছে। এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দুবাই ও থাইল্যান্ড থেকে ব্যবসায়ীরা ঈদে বিক্রির জন্য এখানে কাপড় নিয়ে এসেছেন।’
আহমদ হোছাইন আরও বলেন, ছোট দোকানগুলো ন্যূনতম ২০ থেকে ৫০ লাখ এবং মেগা শপগুলো কোটি টাকার ওপরে বিনিয়োগ করেছেন তাঁরা। ডলারের বাড়তি দামের কারণে কাপড়ের দাম কিছুটা বেড়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক রানা দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নেওয়ার অভিযোগ পেয়েছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। গত বছর নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়তি নেওয়ার প্রমাণ পেয়েছিলাম। এবার এখন পর্যন্ত নতুন স্টিকার লাগানোর প্রমাণ পাইনি। তবুও কোনো ক্রেতা নির্দিষ্ট করে অভিযোগ দিলে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
হলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
৬ মিনিট আগেবরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
৩৭ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
৪০ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১ ঘণ্টা আগে