সোনাগাজীতে ৭৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তের হামলা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২৩: ২৭
Thumbnail image

ফেনীর সোনাগাজী উপজেলায় নির্মিত ৭৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টে হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে হামলা চালানো হয়। এ সময় অ্যাডমিন ভবনের জানালা, মোটরসাইকেল, ইপিসির এক্সকাভেটর, জেসিবির গ্লাস ভাঙা হয়। সাব-স্টেশনের পাশে রক্ষিত ওয়্যার ডার্ম নিয়ে টানাহেঁচড়া করে। কিন্তু ভারী হওয়ার কারণে নিতে পারেনি।

এ সময় অন্যান্য আনসার সদস্য, সিকিউরিটি সুপারভাইজার, পিসি, এপিসি, সিকিউরিটি অফিসার, সাব-স্টেশন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, টিএসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় বিদ্যুৎকেন্দ্রের ফেন্সিংয়ের বাইরে খালে জেলেদের রক্ষিত একটি প্লাস্টিকের নৌকায় আগুন লাগিয়ে দেয় তারা।

হামলার বিষয়টি সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালে স্থানীদের ধাওয়ায় দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করে। এরপরও সারা রাত পাহারা দেয়। হামলায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় সোলার পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ।

৭৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সোলার প্ল্যান ম্যানেজার আনোয়ারুল ইসলাম জানান, ৭ আগস্ট রাত দেড়টার দিকে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মদিনা বাজার এলাকার দিক থেকে দুর্বৃত্তরা (আনুমানিক ২৫–৩০ জন) সোলার পাওয়ার প্ল্যান্টে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করে। ১০ নম্বর সিকিউরিটি পোস্টে ডিউটিরত সিকিউরিটি গার্ড রবিউল ইসলাম ও আনসার সদস্য মো. সাজিদকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে অ্যাডমিন ভবনের জানালা, সরকারি মোটরসাইকেল, ইপিসির এক্সকাভেটর, জেসিবির গ্লাস ভেঙে রেখে যায়। সাব-স্টেশনের পাশে রক্ষিত ওয়্যার ডার্ম নিয়ে টানাহেঁচড়া করে, কিন্তু ভারী হওয়ার কারণে নিয়ে যেতে পারেনি। এরপর অন্যান্য আনসার সদস্য, সিকিউরিটি সুপারভাইজার, পিসি, এপিসি, সিকিউরিটি অফিসার, সাব-স্টেশন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, টিএসহ অন্য কর্মকর্তা–কর্মচারীরা ধাওয়া দিলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বিদ্যুৎকেন্দ্রের ফেন্সিংয়ের বাইরে খালে জেলেদের রক্ষিত একটি প্লাস্টিকের নৌকায় আগুন লাগিয়ে দেয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে উপজেলার চরদরবেশ ইউনিয়নে ৯৯৯ একর জমির মধ্যে ৮৭৫ কোটি টাকা ব্যয়ে সোলার পাওয়ার প্ল্যান্টের কাজের উদ্বোধন করা হয়। যা চলতি বছরের জুনে সমাপ্তি ঘটে। কাজ শুরুর সময় যখন ডরমিটরি নির্মাণ হচ্ছিল তখনো দুর্বৃত্তরা হামলা করে এবং কয়েক দিন কাজ বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত