হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় রিনা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবল বাড়ির এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মো. নাহিদ হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে তাঁর স্বজনেরা।
নিহত রিনা আক্তার উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবল বাড়ির নাদু মিয়ার মেয়ে। আটক নাহিদ হোসেন খুলনার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নেশা জাতীয় ট্যাবলেট খেয়ে নেশাগ্রস্ত হয়ে তুচ্ছ ঘটনার জেরে স্ত্রীকে হত্যা করেছে ওই যুবক। তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনেরা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছে, চার বছর আগে নাহিদের সঙ্গে রিনার বিয়ে হয়। ১০-১৫ দিন আগে স্ত্রী এবং একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি আসেন নাহিদ। গতকাল সন্ধ্যায় তিনি স্থানীয় চরচেঙ্গা বাজারের ফার্মেসি থেকে বেশ কয়েকটি নেশা জাতীয় ওষুধ সেবন করেন। রাত ৯টার দিকে তিনি বাড়ি ফেরেন। পরে নেশা করা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেন। তাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নোয়াখালীর হাতিয়ায় রিনা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবল বাড়ির এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মো. নাহিদ হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে তাঁর স্বজনেরা।
নিহত রিনা আক্তার উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবল বাড়ির নাদু মিয়ার মেয়ে। আটক নাহিদ হোসেন খুলনার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নেশা জাতীয় ট্যাবলেট খেয়ে নেশাগ্রস্ত হয়ে তুচ্ছ ঘটনার জেরে স্ত্রীকে হত্যা করেছে ওই যুবক। তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনেরা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছে, চার বছর আগে নাহিদের সঙ্গে রিনার বিয়ে হয়। ১০-১৫ দিন আগে স্ত্রী এবং একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি আসেন নাহিদ। গতকাল সন্ধ্যায় তিনি স্থানীয় চরচেঙ্গা বাজারের ফার্মেসি থেকে বেশ কয়েকটি নেশা জাতীয় ওষুধ সেবন করেন। রাত ৯টার দিকে তিনি বাড়ি ফেরেন। পরে নেশা করা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেন। তাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রায় চার বছর আগে রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা মাদক মামলায় ইশরাত রফিক ওরফে চিকিৎসক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ ও বিশেষ দায়রা আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন
৪ মিনিট আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগেমাদারীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
২৩ মিনিট আগেখুলনায় সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিনটি সুপারিশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় রূপান্তর সভাকক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়।
২৭ মিনিট আগে