হাতিয়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীকে পুলিশে দিল স্বজনেরা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০: ৩২
স্ত্রীকে হত্যার অভিযোগে আটক নাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় রিনা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবল বাড়ির এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মো. নাহিদ হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে তাঁর স্বজনেরা।

নিহত রিনা আক্তার উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবল বাড়ির নাদু মিয়ার মেয়ে। আটক নাহিদ হোসেন খুলনার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নেশা জাতীয় ট্যাবলেট খেয়ে নেশাগ্রস্ত হয়ে তুচ্ছ ঘটনার জেরে স্ত্রীকে হত্যা করেছে ওই যুবক। তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনেরা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এলাকাবাসী জানিয়েছে, চার বছর আগে নাহিদের সঙ্গে রিনার বিয়ে হয়। ১০-১৫ দিন আগে স্ত্রী এবং একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি আসেন নাহিদ। গতকাল সন্ধ্যায় তিনি স্থানীয় চরচেঙ্গা বাজারের ফার্মেসি থেকে বেশ কয়েকটি নেশা জাতীয় ওষুধ সেবন করেন। রাত ৯টার দিকে তিনি বাড়ি ফেরেন। পরে নেশা করা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেন। তাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত