রাঙামাটি প্রতিনিধি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটি শহর ও আশপাশের এলাকার অনেক বাড়ি-ঘরে পানি উঠেছে। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়ি ও ভারতের বন্যার পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকার কয়েক হাজার বাড়ি-ঘরে পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব জায়গার বাসিন্দারা।
এদিকে, হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু উজান থেকে কর্ণফুলী, মাইনি, কাচালং, চেঙ্গী নদী হয়ে নেমে আসা পানির পরিমাণ কয়েকগুণ হওয়ায় বাঁধ খুলে দেওয়া হলেও কমছে না পানি।
রাঙামাটি শহরের রাঙাপানির নুও আদাম এলাকার তপর চাকমা (৪০) বলেন, ‘যাতায়াতের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় আমরা দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছি। খুব কষ্ট হচ্ছে।’
আসাম বস্তির ব্রাহ্মণটিলার মো শফিকুল ইসলাম (৪০) বলেন, ‘মসজিদ-মাদ্রাসা দুটোতেই পানি উঠেছে। অধিকাংশ ঘরেও পানি। চুলা ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। বাথরুম ডুবে গেছে। রাতে ঘুমানোর মতো পরিবেশ নেই আর। অসহনীয় দুর্ভোগের মধ্যে দিন পার করছি।’
বর্তমানে কাপ্তাই হ্রদে পানি আছে ১০৮.৬০ ফুট এমএসএল। হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বন্যাদুর্গতের মধ্যে এখন পর্যন্ত ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটি শহর ও আশপাশের এলাকার অনেক বাড়ি-ঘরে পানি উঠেছে। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়ি ও ভারতের বন্যার পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকার কয়েক হাজার বাড়ি-ঘরে পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব জায়গার বাসিন্দারা।
এদিকে, হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু উজান থেকে কর্ণফুলী, মাইনি, কাচালং, চেঙ্গী নদী হয়ে নেমে আসা পানির পরিমাণ কয়েকগুণ হওয়ায় বাঁধ খুলে দেওয়া হলেও কমছে না পানি।
রাঙামাটি শহরের রাঙাপানির নুও আদাম এলাকার তপর চাকমা (৪০) বলেন, ‘যাতায়াতের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় আমরা দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছি। খুব কষ্ট হচ্ছে।’
আসাম বস্তির ব্রাহ্মণটিলার মো শফিকুল ইসলাম (৪০) বলেন, ‘মসজিদ-মাদ্রাসা দুটোতেই পানি উঠেছে। অধিকাংশ ঘরেও পানি। চুলা ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। বাথরুম ডুবে গেছে। রাতে ঘুমানোর মতো পরিবেশ নেই আর। অসহনীয় দুর্ভোগের মধ্যে দিন পার করছি।’
বর্তমানে কাপ্তাই হ্রদে পানি আছে ১০৮.৬০ ফুট এমএসএল। হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বন্যাদুর্গতের মধ্যে এখন পর্যন্ত ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
২০ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে