কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে দুর্ভোগে রাঙামাটির হাজারও পরিবার

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২: ০৭
Thumbnail image

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটি শহর ও আশপাশের এলাকার অনেক বাড়ি-ঘরে পানি উঠেছে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ি ও ভারতের বন্যার পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকার কয়েক হাজার বাড়ি-ঘরে পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব জায়গার বাসিন্দারা।

এদিকে, হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু উজান থেকে কর্ণফুলী, মাইনি, কাচালং, চেঙ্গী নদী হয়ে নেমে আসা পানির পরিমাণ কয়েকগুণ হওয়ায় বাঁধ খুলে দেওয়া হলেও কমছে না পানি।

রাঙামাটি শহরের রাঙাপানির নুও আদাম এলাকার তপর চাকমা (৪০) বলেন, ‘যাতায়াতের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় আমরা দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছি। খুব কষ্ট হচ্ছে।’
 

আসাম বস্তির ব্রাহ্মণটিলার মো শফিকুল ইসলাম (৪০) বলেন, ‘মসজিদ-মাদ্রাসা দুটোতেই পানি উঠেছে। অধিকাংশ ঘরেও পানি। চুলা ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। বাথরুম ডুবে গেছে। রাতে ঘুমানোর মতো পরিবেশ নেই আর। অসহনীয় দুর্ভোগের মধ্যে দিন পার করছি।’ 

বর্তমানে কাপ্তাই হ্রদে পানি আছে ১০৮.৬০ ফুট এমএসএল। হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বন্যাদুর্গতের মধ্যে এখন পর্যন্ত ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত