Ajker Patrika

পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যাওয়ার নির্দেশ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৬: ০৬
পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যাওয়ার নির্দেশ

রাঙামাটির কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনির পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে ওই এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দীন এই নির্দেশ দিয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ইউএনও ঢাকাইয়া কলোনি এলাকা পরিদর্শনে যান। এ সময় পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণকে নিকটস্থ আশ্রয়কেন্দ্র কাপ্তাই উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়ার নির্দেশ দেন।

এ সময় তিনি মাইকিংয়ের মাধ্যমে পাহাড়ধস থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সচেতন থাকতে বলেন। এর আগে তিনি কাপ্তাই নতুন বাজারসংলগ্ন লগগেট এলাকায় অতিবর্ষণে ধসে পড়া একটি বাড়ি পরিদর্শন করেন।

এ সময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি সদস্য মো. ইমান আলী, কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত