নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অন্তঃসত্ত্বা হওয়ার কারণে চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তাই নয়, মধ্যরাতে তাঁর আট মাস বয়সী শিশুসহ কলেজের হোস্টেল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালে এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং ইনস্টিটিউট চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির (সিএমিউ) অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। সিএমইউ এর বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের উপাচার্যসহ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির অনুমোদন সাপেক্ষেই অধ্যক্ষ নিয়োগ ও চাকরিচ্যুত করা যায়।
ভুক্তভোগী অধ্যক্ষ ডলি আক্তার জানান, তিনি গত বছর অন্তঃসত্ত্বা হওয়ায় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চার মাসের মাতৃত্বকালীন ছুটি পেয়েছিলেন। তিনি চাকরির শুরু থেকেই প্রায় তিন বছর কলেজ হোস্টেলে অবস্থান করেন, এমনকি গত বছর মাতৃত্বকালীন ছুটির সময়ও তিনি হোস্টেলে অবস্থান করে কলেজের কাজে সহযোগিতা করেন।
তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক দিল আনজিজের কাছে অসুস্থতার কারণে দেখা করতে গেলে তিনি পরীক্ষা করেন। তিনি তাকে পুনরায় অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানান।
ডলি আক্তার অভিযোগ করেন, এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ তাকে নানাভাবে হেনস্তা করতে থাকে এবং মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা বলেন, ‘আপনি গত বছরও চার মাস মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন, এই বছরও আবার ছুটি নেবেন। তাই আপনি পদত্যাগপত্র দিয়ে বিদায় নিন।’
তিনি (ডলি আক্তার) পদত্যাগ না করায় ৯ অক্টোবর (বুধবার) সকালে কর্তৃপক্ষ তাকে মানবসম্পদ বিভাগে ডেকে নেয় এবং তৎক্ষণাৎ পদত্যাগপত্র দিতে জোর করেন। অন্যথায় তাকে টার্মিনেট করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এরপর তিনি যখন পদত্যাগ করবে না বলে জানান, তখন তাকে একটি চাকরিচ্যুতির একটি নোটিশ ধরিয়ে দেয় ও তৎক্ষণাৎ কলেজ সংক্রান্ত সকল কাগজপত্র কলেজ সেক্রেটারির কাছে বুঝিয়ে দিয়ে কলেজ হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য বলেন।
তিনি আরও জানান, তার পরিবার ঢাকায় থাকে বিধায় তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেন হোস্টেল ত্যাগের জন্য যেন তাকে কয়েক দিন সময় দেওয়া হয়। এতে তার স্বামী এসে তাকে নিয়ে যেতে পারবেন। কিন্তু কর্তৃপক্ষ অমানবিকভাবে তাকে ওই দিনই মধ্যরাতে আট মাস বয়সী সন্তানসহ অন্তঃসত্ত্বা অবস্থায় কলেজের হোস্টেল থেকে বের করে নগরীর হোটেল পেনিনসুলায় রেখে আসে।
গত বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় তিনি টেলিফোনে সিএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. ওমর ফারুক ইউসুফের কাছে মৌখিক অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় খোলার দিন সশরীরে অভিযোগপত্র জমা দেবেন বলে জানান। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানের হেড অব এইচআর মো. আরিফুলের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিলে তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।
উপাচার্য অধ্যাপক ডা. মো. ওমর ফারুক ইউসুফকে এই বিষয়ে জানতে মোবাইলে কল করেন প্রতিবেদক। তিনি ছুটির দিনে কেন কল করেছি, সেটির ব্যাখ্যা চান প্রতিবেদকের কাছে। তিনি বলেন, ‘এই বিষয়ে আপনি ছুটি শেষে অফিসে আসেন তখন বলব। এখন কোনো মন্তব্য করতে চাই না।’
আরও খবর পড়ুন:
অন্তঃসত্ত্বা হওয়ার কারণে চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তাই নয়, মধ্যরাতে তাঁর আট মাস বয়সী শিশুসহ কলেজের হোস্টেল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালে এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং ইনস্টিটিউট চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির (সিএমিউ) অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। সিএমইউ এর বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের উপাচার্যসহ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির অনুমোদন সাপেক্ষেই অধ্যক্ষ নিয়োগ ও চাকরিচ্যুত করা যায়।
ভুক্তভোগী অধ্যক্ষ ডলি আক্তার জানান, তিনি গত বছর অন্তঃসত্ত্বা হওয়ায় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চার মাসের মাতৃত্বকালীন ছুটি পেয়েছিলেন। তিনি চাকরির শুরু থেকেই প্রায় তিন বছর কলেজ হোস্টেলে অবস্থান করেন, এমনকি গত বছর মাতৃত্বকালীন ছুটির সময়ও তিনি হোস্টেলে অবস্থান করে কলেজের কাজে সহযোগিতা করেন।
তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক দিল আনজিজের কাছে অসুস্থতার কারণে দেখা করতে গেলে তিনি পরীক্ষা করেন। তিনি তাকে পুনরায় অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানান।
ডলি আক্তার অভিযোগ করেন, এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ তাকে নানাভাবে হেনস্তা করতে থাকে এবং মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা বলেন, ‘আপনি গত বছরও চার মাস মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন, এই বছরও আবার ছুটি নেবেন। তাই আপনি পদত্যাগপত্র দিয়ে বিদায় নিন।’
তিনি (ডলি আক্তার) পদত্যাগ না করায় ৯ অক্টোবর (বুধবার) সকালে কর্তৃপক্ষ তাকে মানবসম্পদ বিভাগে ডেকে নেয় এবং তৎক্ষণাৎ পদত্যাগপত্র দিতে জোর করেন। অন্যথায় তাকে টার্মিনেট করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এরপর তিনি যখন পদত্যাগ করবে না বলে জানান, তখন তাকে একটি চাকরিচ্যুতির একটি নোটিশ ধরিয়ে দেয় ও তৎক্ষণাৎ কলেজ সংক্রান্ত সকল কাগজপত্র কলেজ সেক্রেটারির কাছে বুঝিয়ে দিয়ে কলেজ হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য বলেন।
তিনি আরও জানান, তার পরিবার ঢাকায় থাকে বিধায় তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেন হোস্টেল ত্যাগের জন্য যেন তাকে কয়েক দিন সময় দেওয়া হয়। এতে তার স্বামী এসে তাকে নিয়ে যেতে পারবেন। কিন্তু কর্তৃপক্ষ অমানবিকভাবে তাকে ওই দিনই মধ্যরাতে আট মাস বয়সী সন্তানসহ অন্তঃসত্ত্বা অবস্থায় কলেজের হোস্টেল থেকে বের করে নগরীর হোটেল পেনিনসুলায় রেখে আসে।
গত বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় তিনি টেলিফোনে সিএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. ওমর ফারুক ইউসুফের কাছে মৌখিক অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় খোলার দিন সশরীরে অভিযোগপত্র জমা দেবেন বলে জানান। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানের হেড অব এইচআর মো. আরিফুলের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিলে তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।
উপাচার্য অধ্যাপক ডা. মো. ওমর ফারুক ইউসুফকে এই বিষয়ে জানতে মোবাইলে কল করেন প্রতিবেদক। তিনি ছুটির দিনে কেন কল করেছি, সেটির ব্যাখ্যা চান প্রতিবেদকের কাছে। তিনি বলেন, ‘এই বিষয়ে আপনি ছুটি শেষে অফিসে আসেন তখন বলব। এখন কোনো মন্তব্য করতে চাই না।’
আরও খবর পড়ুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমানে একটা নির্বাচন কমিশন রয়েছে, তারা বলছে ইতিহাসের সবচেয়ে ভালো নাকি নির্বাচন উপহার দেবেন। আমরা তাদের অ্যাসিড টেস্ট দেখতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের জাতীয় নির্বাচনে দেশ চলবে পাঁচ বছর। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন...
৭ মিনিট আগেব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত ঢাকা শহরকে নিয়ে ৩টি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। ১৯১৭ সালে স্যার প্যাট্রিক গেডিস যে মাস্টারপ্ল্যান করেছিলেন সেখানে বলা হয়েছিল, ঢাকা হবে একটি বাগানের শহর। কিন্তু দুঃখের বিষয়, বেসরকারি হাউজিং শুরু হওয়ার পরে ঢাকা থেকে সবুজ ও জলাশয় হারিয়ে যেতে থাকল। আমরা ঢাকার সবুজ ফিরিয়
১১ মিনিট আগেকামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। আবু জাফর রাজু সরকার পতনের পর পলাতক রয়েছেন।
১৪ মিনিট আগেভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও জাল নোট জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...
১ ঘণ্টা আগে