কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু উপজেলার ফুটবল চত্বর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহেদুল ইসলাম চৌধুরী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সাবেক সংসদ সদস্য জাফর আলমের অন্যতম সহযোগী বলে জানিয়েছে র্যাব। র্যাব জানিয়েছে, পেকুয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ হত্যাচেষ্টা মামলার আসামি চেয়ারম্যান জাহেদুল ইসলাম।
গতকাল শুক্রবার রাত সোয়া ১১টায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে রামু উপজেলায় আত্মগোপন করে আছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম রামুর ফুটবল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার জাহেদুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে তিনি চকরিয়ার সাবেক এমপি জাফর আলমের অন্যতম সহযোগী ও ইউপি চেয়ারম্যান হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে টৈটং ইউনিয়ন এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিত। এ ছাড়া গত ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে পেকুয়া উপজেলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ নিরীহ ছাত্র জনতাকে হত্যা চেষ্টা করেছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, জাহেদুলের বিরুদ্ধে পেকুয়া থানায় তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু উপজেলার ফুটবল চত্বর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহেদুল ইসলাম চৌধুরী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সাবেক সংসদ সদস্য জাফর আলমের অন্যতম সহযোগী বলে জানিয়েছে র্যাব। র্যাব জানিয়েছে, পেকুয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ হত্যাচেষ্টা মামলার আসামি চেয়ারম্যান জাহেদুল ইসলাম।
গতকাল শুক্রবার রাত সোয়া ১১টায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে রামু উপজেলায় আত্মগোপন করে আছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম রামুর ফুটবল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার জাহেদুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে তিনি চকরিয়ার সাবেক এমপি জাফর আলমের অন্যতম সহযোগী ও ইউপি চেয়ারম্যান হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে টৈটং ইউনিয়ন এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিত। এ ছাড়া গত ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে পেকুয়া উপজেলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ নিরীহ ছাত্র জনতাকে হত্যা চেষ্টা করেছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, জাহেদুলের বিরুদ্ধে পেকুয়া থানায় তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমানে একটা নির্বাচন কমিশন রয়েছে, তারা বলছে ইতিহাসের সবচেয়ে ভালো নাকি নির্বাচন উপহার দেবেন। আমরা তাদের অ্যাসিড টেস্ট দেখতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের জাতীয় নির্বাচনে দেশ চলবে পাঁচ বছর। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন...
৩০ মিনিট আগেব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত ঢাকা শহরকে নিয়ে ৩টি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। ১৯১৭ সালে স্যার প্যাট্রিক গেডিস যে মাস্টারপ্ল্যান করেছিলেন সেখানে বলা হয়েছিল, ঢাকা হবে একটি বাগানের শহর। কিন্তু দুঃখের বিষয়, বেসরকারি হাউজিং শুরু হওয়ার পরে ঢাকা থেকে সবুজ ও জলাশয় হারিয়ে যেতে থাকল। আমরা ঢাকার সবুজ ফিরিয়
৩৪ মিনিট আগেকামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। আবু জাফর রাজু সরকার পতনের পর পলাতক রয়েছেন।
৩৭ মিনিট আগেভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও জাল নোট জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...
১ ঘণ্টা আগে