ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের নির্যাতনে মুরাদ মিয়া (৩৬) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সেজামোড়া সীমান্তে এ ঘটনা ঘটে। মুরাদ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুরাদ মিয়া ওই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
নিহত মুরাদ মিয়ার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন, ‘সীমান্তের কাছে আমাদের জমি আছে, যেখানে আমরা সবজি চাষ করি। সকালে আমি ওই সবজিখেতে গিয়েছিলাম। বিকেলে আমার স্বামী লিচুগাছে পানি দেওয়ার পর বললেন, তিনি জমি দেখে আসছেন। বিকেল ৫টার দিকে তাঁকে খুঁজতে গিয়ে কোথাও পাইনি। পরে একজন ফোনে জানান, বিএসএফ তাঁকে ধরে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় জানানো হলেও মাগরিবের নামাজের পরও তাঁর সন্ধান পাইনি। এ সময় একটি বাচ্চা এসে জানায়, সীমান্তে তাঁকে মারধর করে ফেলে রেখেছে। পরে আহত মুরাদ তাঁর স্ত্রীকে জানান, বিএসএফ তাঁকে ডেকে নিয়ে মারধর করেছে। আহত অবস্থায় তাঁকে বিজিবি ধানখেতে রেখে দেয়।’
মুরাদ মিয়ার বড় বোন আমেনা খাতুন বলেন, ‘সন্ধ্যায় বিজিবি খবর দিলে ধানখেত থেকে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। সীমান্ত পিলার থেকে আমাদের বাড়ি ১৫০ গজ দূরে। আমার ভাই সীমান্তে জমিতে চাষ করেন। বাজারে তাঁর ব্যবসাও ছিল। বিএসএফ আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করেছে। এ ঘটনার বিচার চাই।’
২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সফিউল্লাহ আরাফাত বলেন, ‘জরুরি বিভাগে নিয়ে আসার পর আমরা সঙ্গে সঙ্গে ইসিজি করি। ইসিজি অনুযায়ী তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
তবে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফের জিরো লাইন অতিক্রম করার কথা নয়। তবে মুরাদ কী কারণে সীমান্তে গিয়েছিলেন বা কে তাঁকে ধরে নিয়ে মেরেছে, তা এখনো জানা যায়নি। তিনি এসে একটি গাছের নিচে বসে ছিলেন। তখন আমাদের টহল টিম তাঁকে জিজ্ঞেস করলে তিনি জানিয়েছিলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ফিরে এসেছেন। এরপর একজনের মাধ্যমে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাকি বিষয়ে বিএসএফের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।’
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের নির্যাতনে মুরাদ মিয়া (৩৬) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সেজামোড়া সীমান্তে এ ঘটনা ঘটে। মুরাদ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুরাদ মিয়া ওই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
নিহত মুরাদ মিয়ার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন, ‘সীমান্তের কাছে আমাদের জমি আছে, যেখানে আমরা সবজি চাষ করি। সকালে আমি ওই সবজিখেতে গিয়েছিলাম। বিকেলে আমার স্বামী লিচুগাছে পানি দেওয়ার পর বললেন, তিনি জমি দেখে আসছেন। বিকেল ৫টার দিকে তাঁকে খুঁজতে গিয়ে কোথাও পাইনি। পরে একজন ফোনে জানান, বিএসএফ তাঁকে ধরে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় জানানো হলেও মাগরিবের নামাজের পরও তাঁর সন্ধান পাইনি। এ সময় একটি বাচ্চা এসে জানায়, সীমান্তে তাঁকে মারধর করে ফেলে রেখেছে। পরে আহত মুরাদ তাঁর স্ত্রীকে জানান, বিএসএফ তাঁকে ডেকে নিয়ে মারধর করেছে। আহত অবস্থায় তাঁকে বিজিবি ধানখেতে রেখে দেয়।’
মুরাদ মিয়ার বড় বোন আমেনা খাতুন বলেন, ‘সন্ধ্যায় বিজিবি খবর দিলে ধানখেত থেকে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। সীমান্ত পিলার থেকে আমাদের বাড়ি ১৫০ গজ দূরে। আমার ভাই সীমান্তে জমিতে চাষ করেন। বাজারে তাঁর ব্যবসাও ছিল। বিএসএফ আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করেছে। এ ঘটনার বিচার চাই।’
২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সফিউল্লাহ আরাফাত বলেন, ‘জরুরি বিভাগে নিয়ে আসার পর আমরা সঙ্গে সঙ্গে ইসিজি করি। ইসিজি অনুযায়ী তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
তবে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফের জিরো লাইন অতিক্রম করার কথা নয়। তবে মুরাদ কী কারণে সীমান্তে গিয়েছিলেন বা কে তাঁকে ধরে নিয়ে মেরেছে, তা এখনো জানা যায়নি। তিনি এসে একটি গাছের নিচে বসে ছিলেন। তখন আমাদের টহল টিম তাঁকে জিজ্ঞেস করলে তিনি জানিয়েছিলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ফিরে এসেছেন। এরপর একজনের মাধ্যমে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাকি বিষয়ে বিএসএফের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।’
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৪ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৪ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৪ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৭ ঘণ্টা আগে