Ajker Patrika

চট্টগ্রামে ডেঙ্গুতে দুই তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ডেঙ্গুতে দুই তরুণীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই তরুণীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত তরুণীরা হলেন শাকিলা আক্তার (২৬) ও শান্তা সর্দার (২০)। তাঁদের মধ্যে শাকিলার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এবং শান্তা চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ঝাউতলা এলাকার বাসিন্দা ছিলেন। 

ডেঙ্গু আক্রান্ত শাকিলাকে ৯ সেপ্টেম্বর এবং শান্তাকে ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার তাঁদের মৃত্যুর কারণ হিসেবে শাকিলার ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ ও শান্তার ডেঙ্গু ফিভার ও কার্ডিয়াক অ্যারেস্টের তথ্য উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে ও ৩ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

চলতি বছরে চট্টগ্রামে মোট ৭১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৯২ জন মহানগরে এবং ৩২২ জন উপজেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত