Ajker Patrika

চট্টগ্রামে আসলাম চৌধুরীসহ ১০৪ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৫
চট্টগ্রামে আসলাম চৌধুরীসহ ১০৪ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

চট্টগ্রামে নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ১০৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালতে। আজ বুধবার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরিফুর রহমান এ দুই মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ নভেম্বর অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৫৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।

একই বছরের ২৪ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে ওই থানায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৪৭ জনকে আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় আসামিদের মধ্যে ৫৫ জন জামিনে এবং ৩ জন পলাতক। বিশেষ ক্ষমতা আইনের মামলাটিতে ২২ জন জামিনে এবং ২৫ জন পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত