চট্টগ্রামে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু ঘটনায় ২ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনিতে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় দুটি মামলা করা হয়েছে। 

আজ সোমবার নগরের পাঁচলাইশ থানায় আলাদাভাবে নিহতের পরিবার পক্ষে মহরম আলী ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। ওই দুই মামলায় আব্দুল খালেক (৫৫) নামে একজনকে আসামি করা হয়েছে। তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-১ এর কার্যালয়ে চৌকিদার হিসেবে কর্মরত। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, আব্দুল খালেকের নামে উল্লেখ করে সহযোগী অজ্ঞতদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, পাহাড় কেটে দেয়াল নির্মাণের সময় তারা খালেককে বাধা দিয়েছিলেন। কিন্তু জোর করে তিনি এ দেয়াল নির্মাণ করেছিলেন। পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বাদী হয়ে আব্দুল খালেক বিরুদ্ধে অপর মামলাটি করেন। 

গতকাল রোববার সকালে নগরের ষোলশহর রেলস্টেশনের কাছে আইডব্লিউ কলোনি সংলগ্ন পাহাড় ধসে মো. আব্দুল আউয়াল সোহেল (৩৫) ও তাঁর সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাতের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত