কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াডিতে ছুড়ে ফেলা বা ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলেই উপহার দেওয়া হবে। সমুদ্রের দূষণ রোধ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ‘প্লাস্টিকের বিনিময়ে উপহার নিন’ নামের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার থেকে এ কার্যক্রমের শুরু হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
প্রতি শুক্র ও শনিবার সৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দুই মাস ব্যাপী এ কর্মসূচি চালু থাকবে। সৈকতে প্লাস্টিক পণ্য বর্জন ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, সমুদ্র সৈকতে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে সৈকতের সৌন্দর্য হানি ঘটছে। এসব বর্জ্য পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই পর্যটকদের হাতে উপহার তুলে দেওয়া কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দুই দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন—টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন।
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াডিতে ছুড়ে ফেলা বা ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলেই উপহার দেওয়া হবে। সমুদ্রের দূষণ রোধ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ‘প্লাস্টিকের বিনিময়ে উপহার নিন’ নামের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার থেকে এ কার্যক্রমের শুরু হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
প্রতি শুক্র ও শনিবার সৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দুই মাস ব্যাপী এ কর্মসূচি চালু থাকবে। সৈকতে প্লাস্টিক পণ্য বর্জন ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, সমুদ্র সৈকতে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে সৈকতের সৌন্দর্য হানি ঘটছে। এসব বর্জ্য পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই পর্যটকদের হাতে উপহার তুলে দেওয়া কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দুই দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন—টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
২২ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৩৬ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে