কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে আটকে পড়া তিন শতাধিক পর্যটক আজ শুক্রবারও ফিরতে পারেনি।
গত মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া শুরু হয়। কক্সবাজার সমুদ্রবন্দরে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কসংকতে জারি করে।
টেকনাফ উপজেলা প্রশাসন এ পথে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। এতে বুধবার ফেরার জন্য অপেক্ষা করা অন্তত তিন শতাধিক পর্যটক আটকা পড়ে। এঁদের মধ্যে আটকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪০ শিক্ষক-শিক্ষার্থীও।
প্রায় এক সপ্তাহ ধরে সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র উপকূলে মাছ ধরাও বন্ধ রয়েছে। এর মধ্যে অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলে নোঙর করছে।
গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটও দেখা দিয়েছিল। তবে গতকাল দুপুরে তিনটি ট্রলারে করে সেন্ট মার্টিনে খাদ্যপণ্য পৌঁছানো হয়।
সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আটকে পড়া পর্যটকেরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তার জন্য তদারকি করা হচ্ছে। হোটেল-রিসোর্টগুলোও পর্যটকদের কক্ষ ভাড়ায় ছাড় দিচ্ছে। খাবারদাবারেও আপাতত কোনো সমস্যা নেই।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকদের দেখভাল করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে।
বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, এ কারণে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে আটকে পড়া তিন শতাধিক পর্যটক আজ শুক্রবারও ফিরতে পারেনি।
গত মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া শুরু হয়। কক্সবাজার সমুদ্রবন্দরে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কসংকতে জারি করে।
টেকনাফ উপজেলা প্রশাসন এ পথে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। এতে বুধবার ফেরার জন্য অপেক্ষা করা অন্তত তিন শতাধিক পর্যটক আটকা পড়ে। এঁদের মধ্যে আটকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪০ শিক্ষক-শিক্ষার্থীও।
প্রায় এক সপ্তাহ ধরে সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র উপকূলে মাছ ধরাও বন্ধ রয়েছে। এর মধ্যে অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলে নোঙর করছে।
গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটও দেখা দিয়েছিল। তবে গতকাল দুপুরে তিনটি ট্রলারে করে সেন্ট মার্টিনে খাদ্যপণ্য পৌঁছানো হয়।
সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আটকে পড়া পর্যটকেরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তার জন্য তদারকি করা হচ্ছে। হোটেল-রিসোর্টগুলোও পর্যটকদের কক্ষ ভাড়ায় ছাড় দিচ্ছে। খাবারদাবারেও আপাতত কোনো সমস্যা নেই।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকদের দেখভাল করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে।
বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, এ কারণে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১ few সেকেন্ড আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
২০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে